রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:৫১ PM আপডেট: ১৯.০৪.২০২৫ ৮:৩৯ PM

পাকিস্তানের কাছে হারের পর বিশ্বকাপের মূল পর্বে খেলা অনিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। যদিও ক্ষীণ সম্ভাবনা ছিল। যদি থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ওভারের মধ্যে জিততে না পারে, তাহলে ভাগ্য চমকাবে বাংলাদেশের। শেষ পর্যন্ত সে সমীকরণে চড়েই দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলেন বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় থাইল্যান্ডকে শুধু হারালেই চলত না ক্যারিবিয়ানদের, সে কাজটি সারতে হতো নির্দিষ্ট ওভারের মধ্যে। এক্ষেত্রে থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ১০ ওভারের মধ্যে ছুঁতে হতো উইন্ডিজের মেয়েদের। কিন্তু সে লক্ষ্যে পৌঁছাতে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ বল বেশি খরচ করেছে। আর তাতেই অল্পের জন্য বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে ক্যারিবিয়ানদের, আর কপাল খুলেছে বাংলাদেশের।

আজ (শনিবার) পাকিস্তানের কাছে বাছাইপর্বের শেষ ম্যাচে হারের পর ৫ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট দাঁড়ায় +০.৬৩৯।  অন্যদিকে, থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল -০.২৮৩। থাইল্যান্ডের দেওয়া লক্ষ্য ২৩৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলায় তাদের পয়েন্ট বাংলাদেশের সমান ৬ হলেও নেট রান রেটে তারা পিছিয়েই থাকে (+০.৬২৬)।

বিশ্বকাপের টিকিট পেতে কম চেষ্টা চালায়নি ওয়েস্ট ইন্ডিজ। থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ছুঁতে শুরু থেকেই মারমুখী ছিলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। দলটি অধিনায়ক এবং ওপেনার হেইলি ম্যাথুস মাত্র ২৯ বলে খেলেন ৭০ রানের অতিমানবীয় এক ইনিংস। তার এই ইনিংসে ছিল ১১ চার ও দুটি ছক্কার মার। ১৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৮ রান করেন আরেক ব্যাটার চিনেল হেনরি। তাদের আপ্রাণ চেষ্টায় বিশ্বকাপের টিকিট নিয়ে রুদ্ধশ্বাস রোমাঞ্চ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ওভারের মধ্যে জয় ছিনিয়ে নিতে না পারলে আনন্দে ভাসে বাংলাদেশ দল।

এর আগে বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বের পথে ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে টানা দুই হারে সে পথ বন্ধুর হয়ে যায়। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সমীকরণ মেলাতে না পারায় বিশ্বকাপের টিকিট পেলেন জ্যোতি-ফাহিমারা।
এবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বৈশ্বিক শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে মাঠে নামবে বিশ্বকাপের মূল পড়বে খেলার সুযোগ পাওয়া আট দল। এই আট দল হচ্ছে- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, পাকিস্তান ও বাংলাদেশ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

‘চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ’
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আগামীকাল থেকে আমরণ অনশন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা, জড়িতদের ফাঁসির দাবি ওমর সানির
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৪ আরোহীর সবাই নিহত
সেরা এক্সচেঞ্জ রেট দিতে ‘ওয়ালেট’ ফিচার আনল ট্যাপট্যাপ সেন্ড
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
শাহ্ গ্রুপের চেয়ারম্যানের সাথে ঢাকা ক্লাব ফ্রান্সের সৌজন্য সাক্ষাৎ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com