রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬:৫৩ PM

পাকিস্তানে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় নিজেদের প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে উড়িয়ে মূল পর্বের যাওয়ার জন্য সহজ পথ বানিয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর, শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের দেখা পেয়েছে টাইগ্রেস মেয়েরা। তাতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় জ্যোতির দল।

এদিন টস জিতে আগে ব্যাট করা টাইগ্রেসরা ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ পায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় পাকিস্তানের মেয়েরা। তাতে ৬ দলের বাছাইয়ে পাঁচ ম্যাচ জিতে বিশ্বকাপে পা রাখে ম্যান ইন গ্রিনের মেয়েরা। বাংলাদেশ পাঁচ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করল। অপরদিকে ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলে বাংলাদেশের সমান পয়েন্টের মালিক হবে। সে ক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকা দল গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে যাবে। অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপ খেলা এখন ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ফলের ওপর নির্ভর করছে।

বাংলাদেশের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। তবে পরে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি টাইগ্রেস মেয়েরা। ক্রিজে টিকে যান মুনীবা আলী এবং সিদরা আমিন। ৫২ বলে ৩৭ রানের ইনিংস খেলেন সিদরা। অন্যদিকে মুনীবা দারুণ অর্ধশতক হাঁকিয়েছেন। ৯৩ বলে ৬৯ রানের ইনিংস খেলেন মুনীবা।

তাতে জয়ের ভিত পেয়ে যায় ম্যান ইন গ্রিনের মেয়েরা। ম্যাচের বাকিটা কাজটা সেরেছেন আলিয়া রিয়াজ এবং নাটালিয়া পারভেজ। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে ৬২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তানের মেয়েরা। এর আগে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ধারাবাহিক ব্যর্থতায় বাংলাদেশ তৃতীয় পরিবর্তন এনেছে। ওপেনিংয়ে ফারজানা হকের সঙ্গী হয়েছেন দিলারা আক্তার। তাতেও পরিবর্তন আসেনি। তৃতীয় ওভারে ফাতিমা সানার বলে আউট হন ফারজানা। বাংলাদেশের স্কোর তখন ১০ রান। ৭ বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি।

আরেক ওপেনার দিলারা ভালো শুরু করলেও টিকতে পারেননি। ১৪ বলে ১৩ রান করে সাদিয়া ইকবালের বলে বোল্ড হয়েছেন দিলারা। বাংলাদেশের স্কোর তখন ১৯ রান। প্রথম তিন ম্যাচে রানের বন্যা বইয়ে দেয়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন। দলীয় ২১ রানের সময় ফাতিমা সানার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ৬ বলে ১ রান করেছেন টাইগ্রেস অধিনায়ক। এরপর শারমিন আক্তার সুপ্তা ও রিতু মনির সাথে ৪৪ রানের জুটি গড়েন। সুপ্তা ২৪ রানে আউট হলে নাহিদা আক্তারের সাথে আরেকটি ৪৪ রানের জুটি গড়েন রিতু। ওই জুটিতে ১৯ রান করে বিদায় নেন নাহিদা। নাহিদার পর ফাহিমা খাতুনের সাথে ২৭ রানের আরেকটি জুটি গড়েন রিতু মনি। 
দীর্ঘ সময় ক্রিজে থেকে ৭৬ বলে ইনিংস সর্বোচ্চ ৪৮ করে আউট হন রিতু। রিতুর পর দলকে ধরে রাখেন ফাহিমা, শেষপর্যন্ত ক্রিজে থেকে ৫৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ পায় টাইগ্রেস মেয়েরা। পাকিস্তানের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাদিয়া ইকবাল। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

‘চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ’
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আগামীকাল থেকে আমরণ অনশন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা, জড়িতদের ফাঁসির দাবি ওমর সানির
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৪ আরোহীর সবাই নিহত
সেরা এক্সচেঞ্জ রেট দিতে ‘ওয়ালেট’ ফিচার আনল ট্যাপট্যাপ সেন্ড
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
শাহ্ গ্রুপের চেয়ারম্যানের সাথে ঢাকা ক্লাব ফ্রান্সের সৌজন্য সাক্ষাৎ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com