রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৩:৪২ PM

তেহরানের পরমাণু লক্ষ্য নিয়ে কয়েক দশকের অচলাবস্থা নিরসনে ইতালিতে দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র।
শনিবার রোমে এ বৈঠক হতে যাচ্ছে। ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ পরোক্ষ আলোচনা করবেন। খবর রয়টার্সের।

সপ্তাহ খানেক আগে মাস্কটে প্রথম দফা আলোচনা হয়েছে, যাকে গঠনমূলক বলছে উভয়পক্ষই। শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে কিছু ইরানি কর্মকর্তার ধারণা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ সপ্তাহে বলেছেন, তিনি ‘অতিরিক্ত আশাবাদী বা হতাশাবাদী নন’।
ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে বিরত রাখার পক্ষে আমি। তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। আমি চাই ইরান হোক মহান, সমৃদ্ধশালী ও অসাধারণ।

২০১৫ সালে ইরান ও ছয় শক্তির মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৮ সালে বাতিল করেন। 
পাশাপাশি তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ফেরান। ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরানের ওপর 'সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কথা বলে আসছেন। ওয়াশিংটন চাইছে, ইরান অতি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করুক, যা পারমাণবিক বোমা তৈরির লক্ষ্যে উৎপাদন করা হচ্ছে বলে তারা বিশ্বাস করে।

তেহরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।তারা বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে তারা কিছু বিধিনিষেধ নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। তবে ২০১৮ সালের মতো ওয়াশিংটন যে আর পিছু হটবে না, তার নিশ্চয়তা চায় তারা।
২০১৯ সাল থেকে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্নে ২০১৫ সালের চুক্তিকে উপেক্ষা করার পাশাপাশি অনেক বেশি পরিমাণ ইউরেনিয়াম উৎপাদন শুরু করে। বেসামরিক জ্বালানি কর্মসূচির জন্য প্রয়োজনের তুলনায় ওই মজুদ অনেক বেশি বলে পশ্চিমারা বিশ্বাস করে।
ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইরানের অপরিবর্তনীয় শর্তের মধ্যে রয়েছে- কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজগুলো অপসারণে সম্মতি না দেওয়া, সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করা এবং ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত মাত্রার নিচে ইউরেনিয়ামের মজুত কমিয়ে না আনা। 

ক্ষেপণাস্ত্রের মতো প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করতে রাজি নয় ইরান। তেহরান ও ওয়াশিংটন উভয়েই কূটনীতি চালিয়ে যাওয়ার কথা বললেও দুই দশকেরও বেশি সময় ধরে চলে আসা বিরোধের বিষয়ে তাদের মধ্যে এখনো বিস্তর ব্যবধান রয়েছে।
উইটকফ ও আরাকচি গত সপ্তাহে প্রথম দফার বৈঠক শেষে সংক্ষিপ্ত আলোচনা করেন। তবে ২০১৫ সাল থেকে দুই দেশের কর্মকর্তারা সরাসরি আলোচনা করেননি এবং ইরান বলেছে যে, রোমের আলোচনাও ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে।
ইরানের ২০১৫ সালের পরমাণু চুক্তির একটি পক্ষ রাশিয়া এখন ‘সহায়তা, মধ্যস্থতা এবং যেকোনো ভূমিকা পালনের’ প্রস্তাব দিয়েছে, যা ইরান ও যুক্তরাষ্ট্রের জন্য উপকারী হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com