প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৩:৪০ PM
সৌন্দর্যের কারণে যেমন আলোচনায় তেমনই বেফাঁস মন্তব্যের কারণে উর্বশী রাউতেলা জন্ম দেন সমালোচনার। এবারের গল্পও একই। নিজের নামে মন্দির দাবি করে বিতর্কিত অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে উর্বশী দাবি করেন, বদ্রীনাথ মন্দিরের পাশেই নাকি রয়েছে তার নামাঙ্কিত ‘উর্বশী মন্দির’! অভিনেত্রীর এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হতবাক নেটপাড়া। অনেকেই অভিনেত্রীর এই মন্তব্যকে মজা বলে উড়িয়ে দিতে চেয়েছেন।
কিন্তু ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা গেছে, “আমি একেবারেই সিরিয়াস। ওখানে আমার নামের মন্দির রয়েছে। ভক্তরা প্রণাম করতে আসেন। এবার দক্ষিণেও আমার নামের মন্দির চাই। আমি তো ওখানে অনেক ছবিতে কাজ করেছি।”
এ সময় উর্বশী দাবি করেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও নাকি সেখানে পুজো দিতে হাজির হন। সে মন্দিরে।
এদিকে উর্বশীর এমন মন্তব্যে চটেছেন উত্তর ভারতের পুরোহিতরা। অভিনেত্রীর এরকম মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে দাবি তাদের। ক্ষুব্ধ পুরোহিতদের মতে উর্বশীর বিরুদ্ধে ভারত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।