প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৩:০১ PM
পাকিস্তানে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় নিজেদের প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে উড়িয়ে মূল পর্বের যাওয়ার জন্য সহজ পথ বানিয়েছিল বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়ে যেত ভারতের টিকিট। তাবে হেরে যাওয়ায় বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে কঠিন সমীকরণ মাথায় নিয়ে আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ পায় জ্যোতির দল। এদিন আগে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ধারাবাহিক ব্যর্থতায় বাংলাদেশ তৃতীয় পরিবর্তন এনেছে। ওপেনিংয়ে ফারজানা হকের সঙ্গী হয়েছেন দিলারা আক্তার। তাতেও পরিবর্তন আসেনি। তৃতীয় ওভারে ফাতিমা সানার বলে আউট হন ফারজানা। বাংলাদেশের স্কোর তখন ১০ রান। ৭ বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি।
আরেক ওপেনার দিলারা ভালো শুরু করলেও টিকতে পারেননি। ১৪ বলে ১৩ রান করে সাদিয়া ইকবালের বলে বোল্ড হয়েছেন দিলারা। বাংলাদেশের স্কোর তখন ১৯ রান। প্রথম তিন ম্যাচে রানের বন্যা বইয়ে দেয়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন। দলীয় ২১ রানের সময় ফাতিমা সানার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ৬ বলে ১ রান করেছেন টাইগ্রেস অধিনায়ক।
এরপর শারমিন আক্তার সুপ্তা ও রিতু মনির সাথে ৪৪ রানের জুটি গড়েন। সুপ্তা ২৪ রানে আউট হলে নাহিদা আক্তারের সাথে আরেকটি ৪৪ রানের জুটি গড়েন রিতু। ওই জুটিতে ১৯ রান করে বিদায় নেন নাহিদা। নাহিদার পর ফাহিমা খাতুনের সাথে ২৭ রানের আরেকটি জুটি গড়েন রিতু মনি।
দীর্ঘ সময় ক্রিজে থেকে ৭৬ বলে ইনিংস সর্বোচ্চ ৪৮ করে আউট হন রিতু। রিতুর পর দলকে ধরে রাখেন ফাহিমা, শেষপর্যন্ত ক্রিজে থেকে ৫৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ পায় টাইগ্রেস মেয়েরা। পাকিস্তানের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাদিয়া ইকবাল।