প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৮:০১ PM
জার্মান বাংলা অ্যাসোসিয়েশনের সদস্যরা জার্মানির ফ্রাঙ্কফুর্টে গত ১৪ই এপ্রিল ১লা বৈশাখ উপলক্ষে আলোচনাসভা ও বৈশাখ উদযাপনে মিলিত হন। বাংলাদেশ ইউরোপের সেতুবন্ধন শ্লোগানে জার্মানিতে বাংলা গণমাধ্যম ‘জার্মান বাংলা চ্যানেল টোয়েন্টিফোর ডটকম’- এর প্রধান কার্যালয় ফ্রাঙ্কফুর্টে আলোচনাটি অনুষ্ঠিত হয়। গণমাধ্যমটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা, নতুন তরুণ প্রজন্মের উদ্যোমে আগামীর আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় জার্মান বাংলা অ্যাসোসিয়েশনে উদ্যোগে বাংলাদেশী শিক্ষার্থীদের জার্মানির পাশাপাশি ইউরোপের বিভিন্ন রাষ্ট্র উচ্চ শিক্ষা গ্রহণের সহযোগিতা করতে কিছু পদক্ষেপ গ্রহনের কথা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনে দেলোয়ার জাহিদ বিপ্লব, ফাতেমা রহমান রুমা, মুনিব রেজোয়ান, জান্নাতুন নাঈম, মোহাম্মদ মোস্তফা মোর্শেদ অনিম,নেপাল কান্তি রুদ্র ও নাফিসা শারমিন। বাংলা ভাষাকে সমৃদ্ধ ও প্রসারিত করতে জার্মানিতে বাঙালি প্রবাসীদের বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণের প্রতি উৎসাহ ব্যক্ত করা হয়। এক ঝাঁক তরুন প্রজন্ম আর বিজ্ঞদের প্রজ্ঞায় জার্মান বাংলা আলোকিত হবে এই আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অ্যাসোসিয়েশনের সদস্যরা। রাতে বাহারি বাঙালি খাবারের আয়োজন করা হয়।