রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত ও আহত ৩ জন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:৪৮ PM

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লাল মিয়া ও রোকেয়া আক্তার নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে দশটায় ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার নন্দীবাড়ী এলাকায় গোয়ারী দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনাটি ঘটে। 

নিহত লাল মিয়া (৩২) উপজেলার পূর্ব ভালুকা আজগর আলীর ছেলে এবং রোকেয়া আক্তার (৪৮) একই এলাকার সুরজত আলীর স্ত্রী ।নিহত লাল মিয়া পেশায় ভালুকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী এবং রোকেয়া আক্তার কাঠালী  দাখিল মাদ্রাসার শিক্ষিকা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গফরগাঁওগামী একটি  সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চারজন। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভালুকা পৌরসভা, ১ নম্বর ওয়ার্ড এলাকার আজগর আলীর ছেলে মো. লাল মিয়া (৩২) কে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার সুরজত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৮) মারা যান। অন্য তিনজন ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।

গুরুতর আহত ভালুকা পৌরসভা, ৪ নম্বর ওয়ার্ড এলাকার তইমুদ্দীন স্ত্রী জোসনা আক্তার (৬৫) ও পূর্ব ভালুকা, ভালুকা এলাকার লাল মিয়া স্ত্রী তাসলিমা (৩৫) ও সিএনজি চালক রোমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গফরগাঁওগামী একটি  সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষের খবর পেয়ে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতের লাশ ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান জানান, সিএনজি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com