রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


বাংলাদেশের সঙ্গে বৈঠক ছিল সৌহার্দ্যপূর্ণ: পাকিস্তানের বিবৃতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৭:০৮ PM

১৫ বছরের বিরতির পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ষষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শ বৈঠক বা ‘ফরেন অফিস কনসাল্টেশন’ (এফওসি)। এতে নেতৃত্ব দেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। এই বৈঠক সৌহার্দ্যপূর্ণ ছিল বলে শুক্রবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, এই বৈঠক ছিল সৌহার্দ্যপূর্ণ এবং এতে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দুই পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা করেছে, যা উভয় দেশের জনগণের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক সাম্য এবং অভিলাষ দ্বারা প্রভাবিত। নিউইয়র্ক, কায়রো, সামোয়া ও জেদ্দায় সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগে সন্তোষ প্রকাশ করা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সহায়তা করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষ নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ, বিলম্বিত চুক্তিগুলোর দ্রুত চূড়ান্তকরণ এবং বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সংযুক্ততার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। পাকিস্তান তার কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক সুযোগের প্রস্তাব দিয়েছে, আর বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক অধ্যয়নে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রদত্ত বৃত্তির প্রস্তাবগুলোর প্রশংসা করা হয়েছে এবং শিক্ষা খাতে গভীরতর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কানেক্টিভিটি বা সংযোগ তৈরিকে অগ্রাধিকার দিয়ে উভয় দেশ করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি শিপিং চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করার গুরুত্ব তুলে ধরেছে। ভ্রমণ ও ভিসা সুবিধার অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
‘বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় প্রখ্যাত পাকিস্তানি শিল্পীদের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করা হয়েছে, আর পাকিস্তানের পক্ষ থেকে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের প্রতি উৎসাহ জানানো হয়েছে। ক্রীড়া, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরও বিস্তৃত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে এবং এসব ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারকের চূড়ান্তকরণ নিয়ে কথা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, বহুপাক্ষিক বিষয়াবলীতে, উভয় পক্ষই সার্ককে এর প্রতিষ্ঠার মূলনীতির আলোকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা পুনরায় নিশ্চিত করেছে। পররাষ্ট্র সচিব বাংলাদেশের নেতৃত্বের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে সার্ক প্রক্রিয়া দ্বিপাক্ষিক রাজনৈতিক বিবেচনা থেকে মুক্ত থাকবে।

পররাষ্ট্র সচিব ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের (IIOJK) পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের পক্ষকে অবহিত করেছেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা ও কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এই বিরোধের দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যালোচনার সময় উভয় দেশই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, বিশেষ করে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, পররাষ্ট্র সচিব পৃথকভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। এই আলোচনায় আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে বাইরের চাপ থেকে মুক্ত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষ একটি অগ্রগতিমুখী অংশীদারিত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছেন।
‘প্রধান উপদেষ্টার উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পররাষ্ট্র সচিব আম্না বালুচ পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।’
দুই দেশের মধ্যে পরবর্তী পরামর্শ বৈঠক ২০২৬ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আগামীকাল থেকে আমরণ অনশন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা, জড়িতদের ফাঁসির দাবি ওমর সানির
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৪ আরোহীর সবাই নিহত
সেরা এক্সচেঞ্জ রেট দিতে ‘ওয়ালেট’ ফিচার আনল ট্যাপট্যাপ সেন্ড
রাতে বুক-গলা জ্বলার রোগ ‘জিইআরডি’, কীভাবে মিলবে স্বস্তি?
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
শাহ্ গ্রুপের চেয়ারম্যানের সাথে ঢাকা ক্লাব ফ্রান্সের সৌজন্য সাক্ষাৎ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
কুমিল্লা স্টেশন ক্লাবে চলছে সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com