প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫:৪৯ PM
লালবাগের রহমতুল্লা মডেল স্কুলে অডিটরিয়ামে জিয়াউর রহমানের নাম পুনঃস্থাপন, জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ঐতিহাসিক প্রেক্ষাপট উঠে এলো অনুষ্ঠানে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় লালবাগের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রহমতুল্লা মডেল স্কুলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল বিষয় ছিল- বিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে জিপয়াউর রহমানের নাম বহুবছর আগে মুছে ফেলা ‘রহমত’ শব্দটি পুনঃস্থাপন এবং এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করা।
অনুষ্ঠানে জানানো হয়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এবং বিশেষ করে লালবাগের তৎকালীন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের প্রত্যক্ষ হস্তক্ষেপে স্কুলটির অডিটোরিয়ামের নাম শহীদ জিয়া বাদ দিয়ে রহমত অংশটি সংযোজন করা হয় তাতে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের নাম সংযোজন করা হয়। এ নিয়ে এলাকাবাসীর মাঝে দীর্ঘদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল। অবশেষে, জনগণের দাবি ও বর্তমান প্রশাসনের সদিচ্ছার কারণে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামের নাম জিয়াউর রহমান অডিটোরিয়াম পূর্ণ বহাল করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ওয়েস্ট এন্ড স্কুলের গভার্নিং বডির সভাপতি
লালবাগের কৃতি সন্তান বিএনপি কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেয়াজ আলী নেয়াজ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সচেতন নাগরিকবৃন্দ। বক্তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য কোনো রাজনৈতিক বিবেচনায় বিকৃত করা উচিত নয়। অভিভাবক উপস্থিত ছিলেনরাও তাদের সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রেখে ঐতিহ্য সংরক্ষণ করা প্রয়োজন। মীর আলী নেওয়াজ বলেন, এই ঘটনার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর থেকে রাজনৈতিক প্রভাব কমে আসবে এবং ভবিষ্যতে এমন ঐতিহাসিক নাম পরিবর্তনের অপচেষ্টা আর কেউ করবে না।