রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ২:৫৪ PM আপডেট: ১৮.০৪.২০২৫ ২:৫৫ PM

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে তরুণীর কাছ থেকে চেইন ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শাকিল (২২)। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে গাজীপুরের পুবাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাদ রোমান জানান, ছিনতাইয়ের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। ভিডিও বিশ্লেষণ করে শাকিলকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গাজীপুরের পুবাইল থেকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, গ্রেফতারের সময় শাকিলের কাছ থেকে একটি মোটরসাইকেল ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
ওসি আরও জানান, এই ঘটনায় বিস্তারিত তথ্য একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
ঘটনাটি ঘটে বুধবার (১৭ এপ্রিল) ভোরে। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের একটি গলিতে এই ছিনতাই হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, একটি রিকশায় করে এক তরুণ ও তরুণী একটি গলির মুখে এসে দাঁড়ান। তখন হঠাৎ একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে রিকশার সামনে থামে। তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল, আর বাকি দুজনের একজন কালো শার্ট ও আরেকজন সাদা টি–শার্ট পরে ছিল। সাদা টি-শার্ট পরা যুবক কোমর থেকে একটি চাপাতি বের করে তরুণীর দিকে কোপ দেওয়ার ভঙ্গি করে ভয় দেখায়। 

এরপর সে তরুণীর ব্যাগ ছিনিয়ে নেয়। কালো শার্ট পরা যুবক তরুণীর গলা থেকে রুপার চেইন এবং আরেকটি ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তিনজনই একটি বাসার দিকে কিছুক্ষণ যায়। পরে আবার ফিরে এসে মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। তরুণ ব্যাগ ফেরত চাইলে ছিনতাইকারীরা সেটি তার দিকে ছুড়ে মারে। এ সময় একজন নিরাপত্তাকর্মী লাঠি হাতে এসে উপস্থিত হন, তবে তারা ততক্ষণে পালিয়ে যায়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে পুলিশ জানিয়েছে, এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com