রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


বগুড়ার শেরপুরে চেয়ারম্যান জাকির গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮:১১ PM

জেলার শেরপুর থানায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নির্বাচনী বহরে হামলার মামলায় বিশালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের ১৫ নভেম্বর কুসুম্বি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলায় প্রধান আসামি হিসেবে নাম রয়েছে আসিফ ইকবাল সানির (৪৮)। তিনি বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের ছেলে এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। 

এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় বিএনপি প্রার্থী গোলাম মো. সিরাজ উপজেলার গোসাইবাড়ি বটতলা এলাকায় মোটরসাইকেল, মাইক্রোবাস ও জিপ বহর নিয়ে যাওয়ার সময় অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীরা লাঠিসোটা, ধারালো অস্ত্র এবং বিস্ফোরক ব্যবহার করে হামলা চালায়। এতে নির্বাচনী বহরে থাকা বহু নেতা-কর্মী আহত হন। এ মামলার ভিত্তিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় শেরপুর উপজেলা গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিশালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনকে (৪৭)। তিনি দক্ষিণ পেচুল গ্রামের বাসিন্দা এবং মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি। পুলিশ তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলার তদন্তে জাকির হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com