রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


নরসিংদীতে প্রায় দেড় কোটি টাকার কাপড় উদ্ধার, আটক-৫
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮:০৯ PM

নরসিংদী থেকে লুন্ঠিত হওয়া প্রায় দেড়কোটি টাকা মূল্যের কাপড় উদ্ধার সহ ৫ জনকে আটক করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ। 

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন-লক্ষীপুর জেলার রামগতি থানার বড়খেরি গ্রামের আঃ হান্নানের ছেলে আশরাফ উদ্দিন (৪৯), নারায়ণগঞ্জের বন্দর থানার বাগবাড়ি এলাকার হরমুজ আলীর ছেলে শাকিল হোসেন (৪২), একই জেলার ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকার হাকিম আলী চৌধুরীর ছেলে মোশারফ চৌধুরী (৫০), নরসিংদীর পলাশ থানার মাঝেরচর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং একই জেলার সদর থানাধীন চিনিশপুর গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৫৫)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের এবং ডিজাইনের সবমোট ১৮৯ রোল কাপড় উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ১কোটি ২০ লক্ষ টাকা।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গত ৭ এপ্রিল রাতে রাজধানীর দক্ষিণ কল্যাণপুর এলাকায় অবস্থিত আনোয়ারা লজিস্টিক সার্ভিসের কাভার্ডভ্যানের মাধ্যমে ডেকো রেডিওয়্যার লিমিটেডের চট্টগ্রাম বন্দর হতে ১৯২ রোল ফেব্রিকস (কাপড়) নিয়ে ঢাকার মিরপুরের পল্লবীতে উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কাভার্ডভ্যানের চালক আশরফ উদ্দিন যথাসময়ে ঢাকা না পৌঁছে পথিমধ্যে সে সুবিধামত যেকোনো স্থানে নিয়ে গিয়ে উক্ত কাভার্ডভ্যানের চালক কাভার্ডভ্যানের সেফটি লক ভেঙে ভ্যানের ভিতর রক্ষিত মামামাল লুট করে নিয়ে যায়। পরে বাদী আনোয়ারা লজিস্টিক সার্ভিসের মালিক একেএম শাহাদাৎ হোসেন গত ৯ এপ্রিল নরসিংদী মডেল থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করেন। পরে বিষয়টি জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নানের দৃষ্টিগোচর হলে তার নির্দেশে পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে চোরাই মালামাল সহ আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করে যে তারা উক্ত ঘটনার সাথে জড়িত। পরে তাদেরকে পুলিশী প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com