রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ইসলামী জীবনধারায় চলেও গালি খাচ্ছেন তামিম
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৬:৩৪ PM

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তামিম মৃধা। অভিনেতার পাশাপাশি তিনি ইউটিউবার এবং গায়ক হিসেবেও পরিচিতি। বছর খানেক হলো তামিম মৃধা অভিনয়কে বিদায় জানিয়ে ইসলামে মনোযোগী হয়েছেন। তবে তামিম জানালেন সবাই যে বিষয়টি ভালো চোখে দেখছেন তা না। কেউ কেউ গালিও দিচ্ছেন।

দেশের একটি গণমাধ্যমকে তামিম বলেন, কিছু ক্ষেত্রে গালিও খাচ্ছি আবার কিছু ক্ষেত্রে অনেক প্রশংসিত হচ্ছে। সবাইকে অনুরোধ করব যে পডকাস্টটা (ইসলামিকভিত্তিক পডকাস্ট তৈরি করেন তামিম) নিয়ে কাজ করছি সেটি দেখার জন্য। সামনে বড় করে করার চেষ্টা করব।
এদিকে অনেকের প্রশ্ন, আধ্যাত্মিকভাবে কতটা এগুলেন তামিম? এ প্রসঙ্গে তিনি বলেন, এই জার্নিটা একদিনের না। সময় লাগবে। একদিনে পরিপূর্ণ ইসলামকে গ্রহণ করতে পারব না। সবার সাপোর্ট লাগবে। যদি মনে করে আমি একদিন পরিপূর্ণ মুসলিম হয়ে যাব—এটা সম্ভব না। সময় লাগবে। আমি ভুলও করতে পারি। রাসুল (স.) বলছেন এক মুমিন আরেক মুমিনের আয়নাস্বরূপ। কোনো ভুল থাকলে আমাকে ব্যক্তিগতভাবে বলবেন। অপমান করবেন না। এটা ম্যারাথন জার্নি।
৭ মসজিদের বদলে গ্রামবাসীকে নিয়ে ঈদগাহে নামাজের উদ্যোগ তামিমেরএবার ইসলামী জীবনধারায় নিজেকে অভ্যস্ত করার শুরুর গল্প বললেন তামিম। তার কথায়, আমার একটা আলাদা জীবন ছিল। গত বছর ওমরার পর থেকে প্র্যাকটিস শুরু করেছি। গেল বছরের ২৭ ফেব্রুয়ারি ওমরা করে ফিরলাম। তারপর রমজান থেকে পড়াশোনা শুরু। এরপর জানার চেষ্টা করছি। জানা বা শেখার শেষ নেই। একদিন ইসলামের সব পড়ে শেষ করা অসম্ভব। এটা একটা জার্নি। সেটাই ধাপে ধাপে আস্তে আস্তে জানব, শিখব। তবে পরিবর্তন তো অবশ্যই হবে। আমার কাজের মাধ্যে দেখলে বুঝবেন। আমি উপলব্ধি করাতে পারছি। ফিলিংস টা বিষয়গত। নিজের ফিলিংসের কথা কাউকে বললে আমরা সাব্জেক্টিভ মানুষ সম্পৃক্ত হতে পারব না। এ কারণে আসলে আমার সাব্জেক্টিভ শেয়ার করিনি।

তিনি আরও বলেন, ধরুন আমি নামাজ পড়ে শান্তি পাই। আর একজন নামাজ পড়ছে তার শান্তি নাও লাগতে পারে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আমার নিয়ত যেন সহিহ থাকে। শেষ পর্যন্ত যেন সহিহ নিয়তে ঈমানের সাথে মরতে পারি। আমি সেই দোয়া চাই। দেশের মানুষের জন্য সেই দোয়াই করি। ভুল করলে তো করব। আমি তো মানুষ। করবে তওবা করব এটাই তো সিস্টেম।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com