প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩:৩২ PM
প্রযোজক হিসেবে চলচ্চিত্রে নাম লেখান মাসুদ পারভেজ তথা সোহেল রানা। পরে নাম আত্মপ্রকাশ করেন নায়ক হিসেবে। যাত্রা শুরু করেন পরিচালক হিসেবেও। প্রত্যেক জায়গায় সফল হলেও দর্শক তাকে বেশি সমাদর দিয়েছেন নায়ক হিসেবে। এবার সেই অভিনয়কে বিদায় জানালেন সোহেল রানা। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন সোহেল রানা। এই অঙ্গন থেকেও নিজেকে গুটিয়ে নিচ্ছেন অভিনেতা। সংবাদমাধ্যমকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।
তিনি বলেন, ‘১৯৭৩ সালে অভিনেতা হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। সেই হিসাবে প্রায় ৫২ বছর হয়ে গেছে। চলতে চলতে তো একসময় শেষ হতেই হয়। অভিনয়টা এখনো বুকের মধ্যে লালন করলেও প্রফেশনাল অভিনয়ে আর দেখা যাবে না আমাকে। অ্যাকটিভ রাজনীতি ও প্রফেশনাল অভিনয় থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। নতুন করে আর পর্দায় দেখা যাবে না। শরীরটাও আর সাপোর্ট করছে না। তবে এখনো একটা সিনেমা পরিচালনা করার শখ আছে, কিন্তু মনে হচ্ছে বয়সে আর কুলাবে না।’
তিনি আরও বলেন, ‘অভিনয় থেকে অবসরের সবচেয়ে বড় কারণ বয়স। এখন আমার ৭৯ বছর। অভিনয় ও রাজনীতি দুটির সঙ্গে জড়িয়ে থাকতে হলে অনেক অ্যাক্টিভিটি করা প্রয়োজন, প্রচুর পড়াশোনার প্রয়োজন। শারীরিক অবস্থার কারণে এগুলো তো করতে পারছি না। এখন থাকা মানে জোর করে থাকা।’ মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’প্রযোজনার মাধ্যমে পথচলা শুরু সোহেল রানার। এর বছর দুয়েক পর ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেনব তিনি।