রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ঝিনাইগাতীতে কূপ সংস্কার করতে গিয়ে নিহত দুইজন অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৭:৪৮ PM

শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া সংস্কার করতে গিয়ে দুই ভায়রার অকাল মৃত্যুতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউএনও মো.আশরাফুল আলম রাসেল। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবার দুটিকে চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভূঁইয়াবাড়ি ও রাংটিয়া গ্রামে মৃত নিরঞ্জন কোচ এবং নারায়ণ কোচের বাড়িতে যান। এ সময় তিনি মারা যাওয়া উপার্জনক্ষম দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের সমবেদনা জানান। পরে ইউএনও আশরাফুল আলম রাসেল মৃত নিরঞ্জন কোচের সদ্য বিধবা স্ত্রী সান্ত্বনা কোচ ও নারায়ণ কোচের স্ত্রী জয়ন্তী কোচের হাতে ৩০ কেজি করে চাল, দুই লিটার তেল, লবণ, মসলাসহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করেন। ইউএনও অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল দুটি পরিবারকে আর্থিক সাহায্য এবং গ্রামবাসীর পানির সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প প্রদানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও মানবাধিকারকর্মী সাংবাদিক জাহিদুল হক মনির এবং বাংলাদেশ আদিবাসী কোচ ইউনিয়ন, শেরপুর জেলা শাখার সভাপতি রুয়েল কোচ প্রমুখ।

ইউএনও আশরাফুল আলম রাসেল দৈনিক সংবাদ প্রতিদিনকে বলেন, উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে অসহায় দুটি পরিবারকে তাৎক্ষণিক সাহায্য হিসেবে চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া পরিবার দুটিকে আর্থিক সাহায্যের জন্য জেলা প্রশাসকের (ডিসি) কাছে অর্থ বরাদ্দ চেয়ে তিনি চিঠি লিখেছেন। বরাদ্দ পাওয়ামাত্র তাদেরকে অর্থ সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য, গত রবিবার (১৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ি গ্রামে কূপ সংস্কার করতে গিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ি গ্রামের নীলমোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) মারা যান।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com