রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৭:৪০ PM

জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে রমজান আলী বাদি হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গত ৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের চকরামপুর মধ্যপাড়া এলাকায় রমজান আলীর রোপনকৃত ২শত ২০টি পেঁপে গাছ তারই ভাই-ভাতিজা উপড়ে ফেলে ক্ষতি সাধন করে। খোঁজ পেয়ে বাঁধা দিলে আজাহার, কাজল মিয়া, রফিজ উদ্দিন, ফয়েজ উদ্দিন ও সাদ্দাম হোসেন চিল্লা-ফাল্লা করে প্রকাশ্য খুন, গুম করার হুমকী দেয়।

স্থানীয় এছহাক আলী বলেন, গত কয়েকদিন আগেও এ জমিতে পেঁপে গাছ ছিলো কিন্তু হঠাৎ করে সকালে দেখি একটাও পেঁপে গাছ নেই। কে বা কারা এ কাজ করেছে তা বলতে পারবো না। তবে শুনেছি এ জমি নিয়ে অনেক দিন ধরে মামলা চলছে। আরেক প্রতিবেশী জাহানারা বলেন, পেঁপে গাছ গুলো বেশ বড় হয়ে গিয়েছিল। হঠাৎ করে দেখি একটাও পেঁপে গাছ নেই। শুনেছি এগুলো আজাহার, কাজল করেছে। তাদের সাথে অনেক দিন ধরে এই জমি নিয়ে মামলা চলে আসছে। 

অভিযোগকারী রমজান আলী বলেন, আমার ২শত ২০টি পেঁপে গাছ ছিলো। জমি সংক্রন্ত বিরোধকে কেন্দ্র করে আজাহার, কাজল মিয়া, রফিজ উদ্দিন, ফয়েজ উদ্দিন ও সাদ্দাম হোসেন এ কাজ করেছে। আমি সরকারের কাছে তাদের বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করে আজাহার বলেন, তাদের সাথে জমি নিয়ে আমাদের মামলা চলছে। এখন তারা আমাদের সন্দেহ করছে। পেঁপে গাছ কে কাটছে তা আমরা জানি না। তবে গতকাল পেঁপে গাছ ছিল, আজ দেখি নাই। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com