প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৭:১৩ PM
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে বড় হারের স্বাদ পেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ৩-০ গোলে পিছিয়ে থাকায় লস ব্লাঙ্কোসদের সেমিফাইনালে যাওয়ার পথ এখন অনেকটাই কঠিন। এরই মাঝে দলের সেরা তারকা কিলিয়ান এমবাপে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। তবে এই নিষেধাজ্ঞার জন্য চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে কোনো অসুবিধায় পড়তে হবে না ফরাসি তারকাকে। লা লিগায় সবশেষ আলাভেসের বিপক্ষে ম্যাচে সহিংস ট্যাকলের ঘটনায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
রোববার আলাভেসের বিপক্ষে ম্যাচের ৩৮তম মিনিটে প্রতিপক্ষ মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোকে ট্যাকলের কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় সরাসরি লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, "সহিংস আচরণ" করার দায়ে এমবাপ্পেকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। রেফারির ম্যাচ রিপোর্টে উল্লেখ ছিল, ঘটনাটি বল দখলের লড়াইয়ের সময় ঘটেছিল। এই বিবরণে সহিংসতার মাত্রা কিছুটা হালকা বিবেচিত হওয়ায় তিন ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা সম্ভাব্য থাকলেও কমিটি সর্বনিম্ন এক ম্যাচের শাস্তি দিয়েছে। এর ফলে লা লিগায় আগামী রোববার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না এমবাপ্পে। তবে ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে তার অংশগ্রহণে কোনো বাধা থাকছে না।
গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এটি ছিল এমবাপ্পের প্রথম লাল কার্ড। এর আগে প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে তিনবার লাল কার্ড দেখেছিলেন, একবার লিগে এবং দুইবার কাপ প্রতিযোগিতায়। রিয়াল কোচ কার্লো আনচেলত্তির পুত্র ও সহকারী কোচ দাভিদ আনচেলত্তি বলেন, “এমবাপ্পে কোনোভাবেই সহিংস খেলোয়াড় না। সে ভুল বুঝেছে, দুঃখও প্রকাশ করেছে। এটা নিশ্চিতভাবেই লাল কার্ড ছিল, আর সে তার ফল ভোগ করেছে। তবে ওর ওপর যত ছোট ছোট ফাউল হচ্ছিল, সেসবের প্রতিক্রিয়ায় এমনটা হয়ে থাকতে পারে। ভুল ছিল, তবুও সেটাই ঘটেছে।” আলাভেসের বিপক্ষে ১-০ গোলের জয় নিশ্চিত করে লা লিগা টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এদিকে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার আর্সেনালের বিপক্ষে হোম ম্যাচে এমবাপে খেলতে পারবেন।