প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:১৪ PM
আগের ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের স্পিনার। মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ঝলক দেখালেন, ছাড়িয়ে গেলেন নিজেকে। তার সঙ্গে শাহীন শাহ আফ্রিদির দারুণ বোলিংয়ে লাহোর জেতে ৬৫ রানে। টানা দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। তবে এদিন করেছেন পিএসএলে ক্যারিয়ার সেরা বোলিং। ২৬ রান খরচ করেছেন তিনি।
পিএসএলে বল হাতে দ্যুতি ছড়ানো রিশাদকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন স্যাম বিলিংস। তার ভাষ্যে, টুর্নামেন্টটিতে রশিদ খানের অভাব বেশ ভালোভাবেই পূরণ করেছেন রিশাদ। টাইগার এই লেগ স্পিনার আসরের ইতিমধ্যে সর্বোচ্চ উইকেটশিকার নিজের করে নিয়েছেন। তার মাথায় এখন শোভা পাচ্ছে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের স্বীকৃতি ‘ফাজাল মেহমুদ ক্যাপ।’
রিশাদের এমন পারফরমেন্স নিয়ে দলটির টপ অর্ডার ব্যাটার বিলিংস ম্যাচ শেষে বলেন, 'রিশাদের কথা অবশ্যই বলতেই হবে, তরুণ একটি ছেলে এখানে এসে যেভাবে বোলিং করছে… তার বোলিং আমি সরাসরি দেখছি এই প্রথম, তার সঙ্গে খেলছি প্রথমবার… অবিশ্বাস্যরকমের আকর্ষণীয় সে।'
'খেলাটির এই সংস্করণে রিস্ট স্পিন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, মাঝের ওভারগুলোয় এটিই উইকেট শিকারের একটি উপায়। সে (রিশাদ) অসাধারণ। সবশেষবার আমি যখন এখানে ছিলাম, মাঝের ওভারগুলোর জন্য আমাদের দলে ছিল রশিদ খান এবং পেস আক্রমণকে দারুণভাবে সহায়তা করেছিল তা। এবার সে (রিশাদ) দলে দারুণ প্রভাব রাখছে এবং ভালো লাগছে যে, পেসাররাও তাদের সম্ভাবনার সবটুকু কাজে লাগাচ্ছে।'