রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


বাদী জানেই না হত্যা মামলায় আমার নাম আছে: সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২:৫৯ PM

গত বছর ২২ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত গার্মেন্সকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে।

তবে সাকিব জানিয়েছেন, ‘আমার নামে যে মামলা হয়েছে, বাদী আমার নাম আছে তা জানেই না।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি। এ মামলার অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেছেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান।

হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না সাকিব। এমনকি সদ্য শেষ হওয়ার চ্যাম্পিয়নস ট্রফিতেও অংশ নিতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ নিয়ে তিনি বলেন, আমার কাউকে নিয়ে অভিযোগ নেই, কোনো ক্ষোভও নেই। সবার সীমাবদ্ধতা আছে। আমাকে ১৮ বছর দিয়ে বিচার করবেন নাকি গত ৬ মাস দিয়ে এটা আপনার বিষয়। আমার মনে হয় বাংলাদেশের হয়ে খেলার অধিকার আমি রাখি। বেশিরভাগ মানুষই চায় আরও কিছু দিন খেলি এবং দেশের জার্সিতে অবসর নিই। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আরও এক দুই বছর আমি খেলতে পারব। সদিচ্ছা থাকলে বিষয়টির সমাধান করা যায়। এবং এটা আসতে হবে শীর্ষ পর্যায় থেকে। আমার নিরাপত্তা নিশ্চিত হলে আমি আসব। আমার নামে যে মামলা হয়েছে, বাদী আমার নাম আছে তা জানেই না।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com