প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৮:৫১ PM
সমাজসেবার লক্ষ্য নিয়ে জার্মানিতে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন ‘বিক্রমপুর এসোসিয়েশন’ ২০০৭ সাল থেকে প্রবাসীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে নানান সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে।
সংস্থার সম্মানিত সদস্যরা নিজস্ব অনুদানের মাধ্যমে সংগঠনের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এবার বিক্রমপুর এসোসিয়েশনে ৯ জন গভর্ন কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সম্মানিত সদস্যরা হলেন- সামসুল করিম পল, দোলন খান, দুলাল আহম্মেদ, কামাল হোসেন ভুইয়া, ফরিদ চৌধুরি, আমির হোসেন বাদল, মুরাদ আহম্মেদ, হুমারিয়া আলম ও আবব্দুল মান্নান বাবুল।
নির্বাচন কমিশনে ছিলেন আতিকুর রহমান সবুজ, আলি আহম্মেদ চৌধুরি কহিনুর, আওলাদ হোসেন আওলাদ। ভোট শুরু হয়েছে ৪ টার সময় শেষ হয়েছে ৬ টার সময়। প্যানেলটি ৯৫% ভোটের মাধ্যমে জয় লাভ করেছেন। নিরপেক্ষ ভাবে এসোসিয়েশনের জয় হয়েছে। বিক্রমপুর এসোসিয়েশন জার্মানির কার্যকরী পরিষদ নির্বাচনে শামসুল করিম পল বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। বিক্রমপুর এসোসিয়েশন জার্মানির কার্যকরী পরিষদ নির্বাচনে কামাল হোসেন ভূইয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। চমৎকার আনন্দঘন পরিবেশে কমিটি গঠন হয়। আগামীতে বিক্রমপুর অ্যাসোসিয়েশন প্রবাসে সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।