প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৪:২২ PM
গতকাল জার্মানির বানিজ্যিক শহর বা ব্যাংকিং নগরী ফ্রাংঙ্কফুর্টে ‘বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠীর’ উদ্যোগে মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি শহরের প্রাণকেন্দ্র গ্রীস হাইম সালবাউ হলে সংগঠনের সভাপতি মূখ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাইয়ুম চৌধুরী এবং এম এ খালেকের চমৎকার উপস্থাপনায় উপস্থিত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্বসহ সকল শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
প্রকৃতি ছিল পূর্নিমা চাঁদের আলোয় আলোকিত আর এই অনুষ্ঠানে মেধার আলোয় বিকশিত এখানকার জনপ্রিয় শিল্পী নিম্মি কাদের ও তাপসী রায় গান গেয়ে সম্মানিত দর্শক-শ্রোতোদের মাতিয়ে রাখেন । বিকেলের মজাদার নাস্তা এবং রাতের খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা ও ভালোবাসায় সিক্ত ছিলেন- কালাম চৌধুরী, আসিক ইকবাল,নজরুল, শেফালি খালেক,এমদাদ আজমান,সেলিম রেজা,পলি চৌধুরী,সোমা চৌধুরী,রেবেকা ইকবাল ও কাইফ খান। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পূর্ণিমার চাঁদের আলোয় নান্দনিকতার অপরূপ সৌন্দর্যে আলোকিত ছিলো রজনী। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক টুকরো ছোট্ট সবুজ বাংলাদেশে পরিণত হয়েছিলো পুরো অনুষ্ঠান।