প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৪:১১ PM
প্রথমবারের মত প্যারিসের উপকন্ঠ ববিনি সিটি মেরীর সহঝোগিতায় অনুষ্টীত হলো বাংলা নববর্ষ। স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম এর সভাপতি সাত্তার আলী সুমন। নববর্ষ মেলার উদ্বোধন করেন ববিনি মেয়র আব্দেল সাদি। প্রধান অতিথি সাত্তার আলী সুমন বলেন প্রথমবার ববিনি মেরীতে বাংলাদেশীদের এমন আয়োজন অবশ্যই আনন্দের। এ ধারা অব্যাহত রাখতে আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ববিনি মেয়র বলেন ববিনিতে বহু বাংলাদেশীদের বসবাস। ববিনি মেরী এখন থেকে বাংলাদেশীদের সকল আয়োজনে সম্প্রিক্ত থাকবে। তিনি বলেন সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হলে সাংস্কৃতিক মিলন সকল কমিউনিটির মধ্যে গঠাতে হবে। স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাকিল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।
প্রবাসীদের পাশাপাশি ছিল ভিন দেশীদের উপস্থিতিও। বাঙ্গালীদের সঙ্গে তাদেরকেও নেচে গেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। প্রথমবারের মত ববিনি মিউনিসিপালিটি,র সহঝোগিতায় এ অনুষ্টান আয়োজন এর জন্য ববিনি মেয়র এর প্রতি শুভেচ্ছা জানান অনুষ্টানে আগত অতিথিরা।
দর্শকদের দেশীয় আমেজ এবং বাড়তি আনন্দ দিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। হেপী চৌধুরী ও নিশীতা বড়ুয়ার উপস্থাপনায় এসময় গান পরিবেশন করেন পবন দাস, মিষ্টি বিশ্বাস, নিশিতা বড়ূয়া, পুস্প রানী দাস, গৌতম বিশ্বাস, সুপ্রিয়া দাস, এ আর সুলেমান কবির, নিদুয়া।