রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


বড়লেখায় চিরনিদ্রায় শায়িত আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৭:৩৬ PM

দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক মোহাম্মদ শাহজাহান কমর (৫৫) আর নেই। তার মৃত্যুতে আমাদের সময় পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের বাড়িতে বৃহস্পতিবার তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলাম প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শাজাহান কমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ভাইবোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।ঢাকা থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান আমাদের সময়ের মফস্বল ডেস্কের সিনিয়র সাব-এডিটর আবুল হাসান হৃদয় ও মো. আখতারুজ্জামান, ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক মো. নজরুল ইসলাম, হবিগঞ্জ প্রতিনিধি রুহুল হাসান শরীফ, শরীয়তপুর প্রতিনিধি রোমান আকন্দ, মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোমসহ অন্য সহকর্মীরা।

বড়লেখার গ্রামতলা গ্রামের মরহুম সিদ্দেক আলীর ষষ্ঠ সন্তান মোহাম্মদ শাজাহান কমর। সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক জৈন্তাবার্তা পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতার জীবন শুরু। এরপর সিলেটের ডাক, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত আমাদের সময়ে মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। শাজাহান কমরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে বড়লেখার গ্রামতলা (কালিবাড়ী) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। আর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ এশা বিয়ানীবাজার উপজেলার কালাইউড়া গ্রামের সোনাতলা মাঠে। শাজাহান কমরের রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের মাসকান্দায় জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসায় কুরআন খতম এবং বাদ জোহর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচলনা করেন মুফতি মো. আবুল বাশার। শাহজাহান কমরের মৃত্যুতে আমাদের সময় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন, প্রকাশক ড. খোন্দকার শওকত হোসেন, নির্বাহী সম্পাদক মাঈনুল আলমসহ তার সহকর্মীরা। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com