প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৫:৪৯ PM
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের দূর্গম চরের পাথরাইল উচ্চ বিদ্যালয় মাঠে আজ ৪ এপ্রিল অনুষ্ঠিত ”তরুণ্যের টি২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল খেলায় পাথরাইল একতা যুব ক্লাব ৫ উইকেটে হাটাইল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
দূর্গম চর এলাকার তরুণদের ধুমাপান ও মাদকের ছোবল থেকে দুরে রাখতে এবং সুস্থ্য বিনোদনের জন্য এ প্রতিযোগিতায় ছয়টি দল দুইটি গুপে ভাগ হয়ে অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উক্ত প্রতিযোগিতার প্রধান আয়োজক ও জনস্বাস্থ্যবিদ মো: আতাউর রহমান মাসুদ। রানার-আপ ট্রফি, সেরা খেলোযারের ট্রফি এবং দুই দলের খেলোয়ারদের মেডেল উপহার দেন বিশিষ্ট মুদ্রণ ব্যবসায়ী মো: মনজু সিকদার, সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ক্রীড়াবিদ হারিস মাহমুদ সুমন, পিজি হাসপাতালের বায়োকেমিস্টি বিভাগের ল্যাব ইন-চার্জ মো: মতিউর রহমান, স্থানীয় ইউপি সদস্য মো: মনজু সরকার, শিক্ষাবিদ মো: মিজানুর রহমান এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় কো-পার্টনার হিসেবে ছিল উন্নয়ন সংগঠন আসিয়াব।