প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৭:৪৭ PM
ঈদের আনন্দ যাতে সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আজ ২৩ মার্চ বেলা সাড়ে ১২টায় আসছে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভার সভাপতি কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা উপরোক্ত কথা বলেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি বলেন- ঈদ মার্কেটে যাতে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন- ঈদ উপলক্ষে কুড়িগ্রামে পর্যাপ্ত ভিজিএফ কর্মসুচির চালের বরাদ্দ পাওয়া গেছে। এই চাল থেকে যাতে কোন গরিব মানুষ বঞ্চিত না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। পবিত্র ঈদ-উল -ফিতর উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএমএ কুদরত ই খুদা, কুড়িগ্রাম জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দলেনের সমন্বয়ক নাহিদ ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও মাই টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল প্রমুখ। সভায় কুড়িগ্রামের ৯ উপজেলার নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।