রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


গরমে কুলাউড়ায় বেড়েছে তরমুজের কদর!
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৭:২৫ PM

রমজানকে কেন্দ্র করে বাজারে আসা তরমুজের চাহিদা আরো বেড়েছে কয়েকগুণ। গত কয়েকদিনের গরমে সেই চাহিদা বাজারে ক্রেতাদের উপস্থিতিই জানান দিচ্ছে। প্রতিদিন দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত তরমুজের দোকানে ক্রেতারা ভিড় করছেন। তরমুজ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। এদিকে চাহিদা বাড়ার সুযোগে বিক্রেতারা বাড়তি দাম চাইছেন।তবে কেও কেও বলছেন গেল বছরের থেকে এবার দাম কম। রবিবার (১৬ মার্চ) কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার, পৌরসভার সম্মুখ, চৌমুহনী, স্টেশন রোড, বাসস্ট্যান্ড এলাকার ভাসমান দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। রোজার শুরু থেকে বাজারে তরমুজ পাওয়া গেলেও ক্রেতার সংখ্যা কম ছিল। তবে গেল ৩/৪দিনের গরম, সেই সাথে ইফতারিতে তরমুজের চাহিদা ব্যাপকভাবে বেড়েগেছে। এর সাথে বাজারে আগের তুলনায় তরমুজের সরবরাহ বেড়েছে। বড় থেকে মাঝারি আকারের তরমুজের পরিমাণ বেশি। ছোট আকৃতির তরমুজ ১৫০/২০০ টাকায় পাওয়া যাচ্ছে। একটু বড় হলে ৩০০/৪০০/৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, গরমের কারণে চাহিদা বাড়ায় বিক্রেতারা বেশি লাভের আশায় দাম বাড়িয়েছেন, যা অনৈতিক কুলাউড়া পৌর শহরের আতিকুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, রমজান মাসে তরমুজের চাহিদা বাড়া স্বাভাবিক। এই সুযোগে বিক্রেতারা যেন দাম বেশি বাড়াতে না পারে সে ব্যাপারে প্রশাসনের তদারকি দরকার।রোজার শুরু থেকে তৎপরতা   থাকলেও এখন আর চোখে পড়ছে না। তাই বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাঁকছেন। সুমন নামে আরেক ক্রেতা বলেন, কিছু বিক্রেতা অতিরিক্ত মুনাফা করতে চান। তারা যে দাম চাইছেন সেটি অনেক বেশি, একচেটিয়াও। যে যার মতো করে দাম নিচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসের শুরু থেকে পাইকারিভাবেই দাম অনেক বেড়েছে। যার প্রভাব পড়েছে বাজারে। এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। বিক্রেতা বেশি থাকায় কিছু সিন্ডিকেটের কারণে বেশি দামে কিনতে হচ্ছে। তবে গেল বছর দাম আরো বেশি ছিল।এবার অনেক কমদামে বিক্রি হচ্ছে। রবিবার বিকেলে কয়েকজন বিক্রিতার সাথে আলাপ করে আরো জানা যায়, কুলাউড়ার অধিংকাংশ ব্যবসায়ীরা, শ্রীমঙ্গল, সিলেট ও ভৈরব থেকে এসব তরমুজ সংগ্রহ করেন। বিক্রেতাদের ভীরে পাইকারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে, এর মধ্যে পরিবহন খরচ, লেবার খরচ তাছাড়াও কিছু তরমুজ নষ্ট হওয়ার কারণে চড়া দামে বিক্রি করে থাকেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com