রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত
সালেহ আহম্মদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭:২৫ PM

মহিমান্বিত মাহে রমজান। মুমিনের প্রিয় মাস। আল্লাহ তায়ালার পক্ষ থেকে অনুগ্রহ-ক্ষমা ও নাজাতপ্রাপ্তির মাস, পবিত্র এই মাস কুরআন অবতীর্ণের মাস। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান রোজা মুমিনের জন্য এটি উপহার স্বরূপ তবে এটি আদায় না করলে ঘোষণা আছে আজাব ও জাহান্নামের শাস্তির।

মহান আল্লাহ তায়ালা কোরআনে বলেন,
شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًى لِّلنَّاس وَبَيِّنَٰتٍۢ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ
এটি রমযানের মাস, এ মাসেই কুরআন নাযিল করা হয়েছে, যা মানবজাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত, যা সত্য-সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। কাজেই এখন থেকে যে ব্যক্তি এ মাসের সাক্ষাত পাবে তার জন্য এই সম্পূর্ণ মাসটিতে রোযা রাখা অপরিহার্য এবং যে ব্যক্তি রোগগ্রস্ত হয় বা সফরে থাকে, সে যেন অন্য দিনগুলোয় রোযার সংখ্যা পূর্ণ করে।
 (সুরা: বাকারা, আয়াত:১৮৫)

অন্য আয়াতে রমজানের রোজাকে ফরজ নির্ধারণ করে আল্লাহ তায়ালা ঘোষণা করেন‎
‫يَأَيُّهَا الَّذِينَ امَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ لَا قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ‬‎
হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোযা ফরয করে দেয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের ওপর ফরয করা হয়েছিল। এ থেকে আশা করা যায়, তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হয়ে যাবে। সূরা বাকারা আয়াত ১৮৩।
রোজা রাখলে মহান আল্লাহ তায়ালা-এর কাছে  রয়েছে পুরস্কার বিশেষ করে রমজানের রোজার। তবে রমজানের রোজা না রাখলে তার শাস্তিও রয়েছে ভয়াবহ আর এ শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হয় এবং আখেরাতেও।

রোজা ছেড়ে দেয়া শুধু শরিয়তের দৃষ্টিতে মন্দ কাজ নয়; বরং এটি সামাজিকতারও পরিপন্থি এর জন্য শুনতে হয় নানা ধরনের কটুকথা,রোজা না রাখলে মহান আল্লাহ ও রসুলের অবাধ্যতা প্রকাশ পায়। একজন মুমিনের জন্য এমনটা কখনোই কাম্য নয়। এর জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের অবাধ্য হয়, এবং আল্লাহ তায়ালার প্রদত্ত সীমারেখা অতিক্রম করে, আল্লাহ তায়ালা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। (সুরা: নিসা,আয়াত: ১৪) রোজার বিধান লঙ্ঘন করলে আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। রোজার মধ্যে রয়েছে আত্মার পরিশুদ্ধি ও পবিত্রীকরণ। কিন্তু রোজা না রাখলে বঞ্চিত হতে হয় এ সুযোগ থেকে। রমজানের প্রতিটি রোজার পরিবর্তে ১ টি করে কাফফরা দিতে হবে। কাফফারা হলো: ১টি গোলাম মুক্ত করতে হবে। কারও গোলাম কেনার সামর্থ্য বা গোলামের অস্তিত্ব না থাকলে একাধারে ৬০ টি রোজা রাখতে হবে। মধ্যখানে ভেঙে ফেলা যাবে না। ভেঙে ফেললে আবার শুরু থেকে ৬০ টি রোজা রাখতে হবে। যদি এটারও সক্ষমতা কারও না থাকে তাহলে ৬০ জন মিসকিন-ফকিরকে গম, ভুট্টা, চাল, খেজুর, অর্থ বা অন্য কিছু মূল্যবান বস্তু প্রদান করতে হবে; তবে শর্ত হলো–এসব সদকায়ে ফিতর সমপরিমাণ হতে হবে।রমজানে রোজার বিধান পালন করা মুমিনের মৌলিক দায়িত্ব। এটি তার পরকালে সফলতার পথ দেখায়। কিন্তু এ বিধান পালিত না হলে আল্লাহ তায়ালার দরবারে পাপীদের খাতায় নাম লিখিত হয়।
রমজানে রোজার বিধান পালন করা মুমিনের মৌলিক দায়িত্ব। এটি তার পরকালে সফলতার পথ দেখায়। কিন্তু এ বিধান পালিত না হলে আল্লাহ তায়ালার দরবারে পাপীদের খাতায় নাম লিখিত হয়। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান রোজা মুমিনের জন্য এটি উপহার স্বরূপ। তবে এটি আদায় না করলে যেতে হয় জাহান্নামে,ভোগ করতে হয় বিভীষিকাময় শাস্তি। 

হযরত আবু উমামা বাহিলি রা. বলেন, আমি রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়ে ছিলাম। এ সময় দুজন মানুষ এসে দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। সেখানে নিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন। 
আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। তাদের আশ্বাস পেয়ে আমি উঠতে লাগলাম এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম। সেখানে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম,এটা কীসের শব্দ? তারা বলল,এটা জাহান্নামিদের চিৎকার। এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ে রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের গাল ছিন্নভিন্ন এবং তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম,এরা কারা? তারা বলল,এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগে ইফতার করত। তারা রমজানের রোজা রাখতো না (ইবনে হিব্বান, হাদিস: ৭৪৯১) বিনা কারণে রোজা ভঙ্গ করা বড় ধরনের একটি অন্যায়। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিনা কারণে রোজা ভঙ্গকারীদের শক্তভাবে ধমক দিয়েছেন।

বিনা কারণে রমজানের রোজা ভেঙ্গে ফেলা কবিরা গুনাহ। ইমাম জাহাবি রহ. তার লিখিত গ্রন্থ ‘আল কাবাইর’-এ লিখেন, শরয়ি ওজর বা বৈধতা ব্যতীত রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। কোনো ধরনের অসুস্থতা ছাড়াই রোজা ভঙ্গকারী জিনাকারী, অন্যায়ভাবে শুল্ক আদায়কারী ও মদ্যপ থেকেও নিকৃষ্ট। বরং ইসলামি বিশেষজ্ঞরা তার মুসলমান হওয়ার ব্যাপারে সংশয় পোষণ করেন। এবং তার প্রতি নাস্তিকতার ধারণা রাখেন ।
রোজা শুধু আল্লাহ তায়ালার বিধান পালন ও আনুগত্যের জন্য নয়; বরং রোজা রাখা নিজেকে সংবরণ রাখার মাধ্যম। আত্মার কামনা-বাসনাকে নিয়ন্ত্রণে রাখার পন্থা এ রোজা। হাদিস থেকেও তা-ই বুঝা যায়। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
 يا مَعْشَرَ الشَّبابِ، مَنِ اسْتَطاعَ مِنْكُمُ الباءَة  فَلْيَتَزَوَّجْ، فإنَّه أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَن لَمْ يَسْتَطِعْ فَعليه بالصَّوْمِ، فإنَّه له وِجاءٌ.
 অর্থ: হে যুবসম্প্রদায়, তোমাদের মধ্য থেকে যাদের বিবাহের খরচ বহন করার সক্ষমতা আছে, সে যেন বিবাহ করে। কেননা, বিবাহ দৃষ্টিকে সংবরণকারী,সতিত্বকে হেফাজতকারী।আর যে ব্যক্তি সামর্থ্য রাখবে না,সে রোজা রাখবে;কারণ, রোজা মনের বাসনাকে কর্তন করে। (বুখারি,হাদিস:৫০৬৫; মুসলিম,হাদিস :১৪০০)আল্লাহ আমাদের রমজানের পরিপূর্ণ হোক আদায় করার তৌফিক দান করুক।







 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com