রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ইফতারের দাওয়াত খেয়ে যে দোয়া করবেন
ধর্ম ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭:০০ PM

রমজানের একটি অতি মর্যদাসম্পন্ন আমল রোজাদারদের ইফতার করানো। বহু হাদিসে রোজাদারদের ইফতার করানোর ফজিলত বর্ণিত হয়েছে। জায়েদ ইবনে খালেদ আল-জুহানি (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (স.) বলেছেন, কোনো রোজাদারকে যে ব্যক্তি ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সাওয়াব লাভ করে এবং এ কারণে রোজাদারের সাওয়াব থেকে একটুও কমানো হয় না। (সুনানে তিরমিজি: ৮০৭)

তাই রমজান মাসে অনেকেই ইফতারে দাওয়াত করেন। সাহাবিরা দাওয়াত করলে নবীজি (স.) সাধারণত দাওয়াতে যেতেন এবং খাওয়ার পর মেজবানের কল্যাণ ও বরকতের জন্য দোয়া করতেন। আমরা ইফতারের দাওয়াতে গেলে নবীজির অনুসরণে এভাবে দোয়া করতে পারি— أَفْطَرَ عِنْدَكُمْ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ উচ্চারণ: ‘আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমাকুমুল আবরারু ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা।’ অর্থ: ‘রোজাদারগণ আপনাদের নিকট ইফতার করেছেন, নেককারগণ আপনাদের খাবার খেয়েছেন এবং ফেরেশতাগণ আপনাদের জন্য রহমতের দোয়া করেছেন।’ 

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত একদিনি নবীজি (স.) সাদ ইবনে উবাদার (রা.) বাড়িতে গেলেন। সাদ (রা.) রুটি ও জয়তুন তেল আনলেন। তা খাওয়ার পর নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ দোয়াটি করেন। (সুনানে আবু দাউদ: ৩৮৫৪) দাওয়াত খেয়ে নবীজি অনেক সময় এ দোয়াটিও করতেন— ‏ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْউচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাজাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম।’ অর্থ: ‘হে আল্লাহ! তাদের যে রিজিক দিয়েছ তাতে বরকত দান করুন, তাদেরকে ক্ষমা করুন এবং তাদের প্রতি দয়া করুন।’ 

আবদুল্লাহ ইবনে বুসর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (স.) একদিন আমার বাবার কাছে এলেন। আমরা তার জন্য খাবার পরিবেশন করলে তিনি তা খেলেন। তারপর খেজুর আনা হলে তিনি তা খেতে থাকলেন এবং মধ্যমা ও তর্জনী একত্র করে খেজুরের বিচি ফেলে দিতে লাগলেন। তারপর পানীয় আনা হলে তিনি তা পান করলেন, তারপর পানপাত্র তার ডান পাশের ব্যক্তিকে দিলেন। বিদায় নেওয়ার সময় আমার বাবা তার সওয়ারীর লাগাম ধরে বললেন, আমাদের জন্য দোয়া করুন। তখন তিনি এ দোয়া করলেন। (সুনানে তিরমিজি: ৩৫৭৬)







 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com