রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


২৯ লাখ ভিডিও ডিলিট করল ইউটিউব, আয় কমছে ক্রিয়েটরদের
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১:৪৯ PM

ব্যবহারকারীদের ২৯ লাখ ভিডিও ডিলিট করে দিয়েছে গুগলের মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। ইউটিউবের নীতি না মানার কারণে এই পদক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ভারতের ভিডিওই বেশি। 

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর অক্টোবর মাস থেকে ডিসেম্বরের মধ্যে ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে ২৯ লাখ ভিডিও  ডিলিট করে দিয়েছে। কেননা,  সেগুলো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছিল। আর এই সংখ্যাটা বিশ্বের যে কোনও দেশের তুলনায় অনেকটা বেশি।

২০২০ সাল থেকে সবথেকে বেশি ভিডিও ডিলিট হয়েছে ভারতে

আগের ত্রৈমাসিকের তুলনায় গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকে ৩২ শতাংশ বেশি ভিডিও ডিলিট করে দিয়েছে ইউটিউব। এখানে উল্লেখ্য যে, ২০২০ সাল থেকে শুরু করে ভারতেই সবথেকে বেশি সংখ্যক ভিডিও ডিলিট দিয়েছে ইউটিউব। আর ভারতের পরে এই তালিকায় নাম উঠে আসে ব্রাজিলের। ইউটিউব জানিয়েছে যে তাদের অটোমেটেড কনটেন্ট মডারেশন টুল সেই সমস্ত ভিডিওকে সহজেই চিহ্নিত করে ফেলে যেগুলো তাদের নীতি লঙ্ঘন করেছে। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা ভিডিওগুলোর মধ্যে ৯৯.৭ শতাংশ ভিডিওকেই চিহ্নিত করে ফেলে এই বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তার টুল।

এই কারণে মুছে দেওয়া হয়েছে ভিডিও

মূলত ইউটিউবের নীতি নিয়ম না মানার কারণেই তাদের প্ল্যাটফর্ম থেকে ভিডিও মুছে দেয় ইউটিউব। এই ধরনের ভিডিওর ৮১.৭ শতাংশই মুছে দেওয়া হয়েছে কারণ সেগুলো জালিয়াতি, বিভ্রান্তিকর কাজের সঙ্গে জড়িত ছিল। এছাড়া ৬.৬ শতাংশ ভিডিও এমন রয়েছে যেগুলোতে হেনস্থা করা হয়, ৫.৯ শতাংশ ভিডিও ডিলিট করার কারণ শিশু নিরাপত্তা, আর ৩.৭ শতাংশ ভিডিওতে হিংসা ছড়ানো হচ্ছিল। এছাড়াও অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ইউটিউব প্রায় ৪৮ লাখ চ্যানেল মুছে দিয়েছে, ডিলিট হয়েছে নীতি লঙ্ঘনকারী ১৩০ কোটি কমেন্টসও।

জুয়া, বাজির ভিডিওতে কড়া পদক্ষেপ 

ইউটিউব জানিয়েছে ১৯ মার্চ ২০২৫ থেকে এই প্ল্যাটফর্মের বর্তমান নিয়মবিধিগুলো এবার থেকে আরো কঠোর হতে চলেছে। বেশ কিছু নিয়ম বদলে যাবে, কিছু নতুন নিয়মবিধি মেনে চলতে হবে। মূলত এই নয়া নিয়মবিধি অনলাইন গ্যাম্বলিং ভিডিয়ো কনটেন্টের জন্য প্রযোজ্য হলেও সমস্ত কনটেন্টের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে ক্রিয়েটরদের।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com