রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


ইফতার দেরিতে করলে কী হয়
ধর্ম ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ২:৩৯ PM

সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা নবীজির গুরুত্বপূর্ণ সুন্নত। হজরত সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যতদিন মানুষ অনতিবিলম্বে ইফতার করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে’ (সহিহ বুখারি: ১৮২১; সহিহ মুসলিম: ১৮৩৮)

এ হাদিসে নবী (স.) সংবাদ দিচ্ছেন যে, লোকেরা যতদিন দ্রুত ইফতার করবে, ততদিন কল্যাণের ওপর থাকবে। কেননা তারা এর মাধ্যমে সুন্নাহর অনুসরণে যত্মবান হয়। যখন তারা এর বিপরীত করবে তথা বিলম্বে ইফতার করবে, তখন তাদের কল্যাণ চলে যাওয়ার কারণ হবে। কেননা এর দ্বারা বুঝা যায়, নবী (স.) যে সুন্নত রেখে গেছেন এবং উম্মতকে যা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন তারা সেই সুন্নতকে আঁকড়ে ধরা ছেড়ে দিয়েছে।  দেরি না করে ইফতার করার সঙ্গে ইসলামের বিজয়ের সম্পর্কও জড়িত। ইফতারে দেরি করা ইহুদি ও নাসারাদের স্বভাব। নবী কারিম (স.) বলেছেন— ‘দ্বীন ততদিন পর্যন্ত ঠিক থাকবে, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কেননা, ইহুদি-খ্রিস্টানরা বিলম্বে ইফতার করে।’ (আবু দাউদ: ২৩৫৫)

অতএব, দেরিতে ইফতার করা একদিকে যেমন কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার কারণ, অন্যদিকে নবীজির নির্দেশনা অমান্য করে ইহুদি নাসারাদের স্বভাব গ্রহণ করার মতো ঘৃণিত অপরাধ। তাই ইফতার করতে হবে সূর্য অস্ত যাওয়ার পরপর। সূর্য ডুবে গেলে আর দেরি নয়। উল্লেখিত হাদিসগুলোতে সে নির্দেশনাই দেওয়া হয়েছে।
কেউ যদি অতি উৎসাহী হয়ে সূর্য অস্ত যাওয়ার আগে ইফতার করে, তাহলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। রাসুলুল্লাহ (স.) বলেন, আমি জাহান্নাম পরিদর্শনে গিয়ে দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় (বাঁধা অবস্থায়) লটকানো আছে, তাদের কেশগুলো কেটে ও ছিঁড়ে আছে এবং কেশ বেয়ে রক্তও ঝরছে। নবী কারিম (স.) বলেন, আমি বললাম, ওরা কারা? তাঁরা বললেন, তারা ওইসব লোক; যারা সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিত (হাকেম: ১৫৬৮; সহিহাহ: ৩৯৫১; সহিহুত তারগিব: ১০০৫)

অতএব দেরীতে ইফতার করলে যেমন নবীজির নির্দেশনা অমান্য করে কল্যাণ থেকে বঞ্চিত হতে হবে, তেমনি সময়ের পূর্বে ইফতার করাও জাহান্নামী হওয়ার কারণ হবে। 
তবে, কেউ যথাসময়ে ইফতার করতে না পারলে (অর্থাৎ দেরিতে ইফতার করলে) তার রোজার কোনো সমস্যা হবে না। তার রোজা হয়ে যাবে। এখানে মূল বিষয় হলো- অনতিবিলম্বে ইফতার করা উত্তম এবং কল্যাণ লাভের উপায়। (সূত্র: বুখারি: ১৯৫৭; মুয়াত্তা মালেক: ১০১৩; আল-উম, ইমাম শাফেয়ি: ২/১০৬)
আল্লাহ তাআলা আমাদের বুঝার তাওফিক দান করুন। সুন্নতের যথাযথ অনুসারী হওয়ার তাওফিক দান করুন। আমিন। 







 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com