রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৮ PM

১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। স্টার সিনেপ্লেক্স-এর পৃষ্ঠপোষকতায় ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, যেখানে ২৮টি দেশের চলচ্চিত্র নির্মাতারা তাদের প্রতিভা ও সৃজনশীলতা প্রদর্শন করবেন। মোট ১১৭টি সিনেমা জমা পড়েছে, যার মধ্যে ২৭টি সিনেমা ৪টি বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে: ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিক্যাল ফিল্ম, এবং ওয়ান মিনিট। ফেস্টিভ্যালটি ২২ ফেব্রুয়ারি ইউল্যাব ক্যাম্পাস এ, ধানমন্ডি এবং ২৩ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্স, শিমান্তো সম্ভার-এ অনুষ্ঠিত হবে।

ওয়ান মিনিট বিভাগে নির্বাচিত সিনেমাগুলির মধ্যে রয়েছে "ওয়ে আউট" (কইরোম আনিক) এবং "ইন ফ্রন্ট অফ মি" (মো. রাকিবুল হাসান রাজন)। ভার্টিক্যাল ফিল্ম বিভাগে নির্বাচিত সিনেমাগুলি হলো "দ্য ইন্টারভিউ" (মাইকেল জেমস পার্কস), "সুন্দরি - আ লস্ট সোল" (জিশান জে), "এ শর্ট: জার্নি" (মো. রাহাতুদ জামান রঙ্গন), "লিম্বাস" (এম. সি. জনেট), এবং "আপলোড" (আদাম জর্জ)।

ওপেন ডোর বিভাগে নির্বাচিত সিনেমাগুলির মধ্যে রয়েছে "মেসেজ" (সাঈদ মোলতাজি), "লুলু ইন টুরিন" (ইয়ান চার্লস লিস্টার), "হোপ" (আর্শিয়া জেইনালি), "ডেমন ডগ" (জুলিয়ানা পারনেল), "দ্য রেড মার্কেট" (ক্রিস্টোফার ম্যাথিউ স্পেন্সার), এবং "হুইস্পার্স অব ডিসপেয়ার" (ইফতিয়ার আহমদ আকিব)। এই বিভাগে ডিআইএমএফএফ  বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

১১তম ডিআইএমএফএফ ২০২৫ এর থিম "একতারা"। এ বছর ডিআইএমএফএফ ২০২৫ পাওার বায় স্টার সিনেপ্লেক্স-এর পার্টনাররা হল:, প্রিন্ট ও অনলাইন মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং সমকাল, অনলাইন মিডিয়া পার্টনার ঢাকা পোস্ট, টিভি মিডিয়া পার্টনার দীপ্ত টিভি, মাছরাঙা টিভি, ও চ্যানেল ২৪, ডিজিটাল মিডিয়া পার্টনার দ্য ইনকোয়েস্ট এবং গ্লিম, স্ক্রিনিং পার্টনার দীপ্ত প্লে, এবং ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার টিবিএস গ্র্যাজুয়েটস। ফেস্টিভ্যালের যুবক শ্রেণীর অংশীদার ও সুস্থতা অংশীদার লুমিনাস গ্রুপ। ফেস্টিভ্যালটি ২২ ফেব্রুয়ারি সকাল ১১:০০ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে, এবং ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনটি স্ক্রীনিং সেশনের মধ্যে একটি বিশেষ স্ক্রীনিং থাকবে "ফিমেল ন্যারেটিভ ইন সাইলেন্ট সিনেমা" বিষয়ে, যা ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:০০ টায় অনুষ্ঠিত হবে।

ইউল্যাবের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা এই ফেস্টিভ্যালের আয়োজন করছে। বছরব্যাপী DIMFF ইউনিসেফ-সহ মোবাইল ফিল্মমেকিং ওয়ার্কশপগুলি আয়োজন করেছে, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেছে। ৯০টি দলের আবেদন থেকে ৫টি দল চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হয়েছে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো: এআইইউবি, ডিআইইউ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউল্যাব এবং শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় অব ক্রিয়েটিভ টেকনোলজি। এই ওয়ার্কশপটি ডিআইএমএফএফ এবং ইউনিসেফের মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়েছে, যা তাদের সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

১১তম ডিআইএমএফএফ-এর বিচারক মণ্ডলীতে দুটি দল রয়েছে। খ্যাতনামা বাংলাদেশি পরিচালক তানিম রহমান আংশু ওপেন ডোর এবং ভার্টিক্যাল ফিল্ম বিভাগে সিনেমা মূল্যায়ন করবেন, এবং প্রখ্যাত হলিউড পরিচালক ও লেখক রিচার্ড গ্রিনউড জুনিয়র এক মিনিট এবং শর্ট ফিল্ম বিভাগে সিনেমাগুলি বিচার করবেন। চূড়ান্ত নির্বাচিত সিনেমাগুলির নাম ঘোষণা করা হয়েছে।

ফেস্টিভ্যাল ডিরেক্টর হোসেন আহমেদ হাসিবুল হক, ফেস্টিভ্যাল কোঅর্ডিনেটর এস. এম. রাহনুমা অপশরা, এবং পিআর ম্যানেজার মো. সামিউজ্জামান প্রেস কনফারেন্সে উপস্থিত থেকে ফেস্টিভ্যাল সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদান করেন। ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল একটি নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে মোবাইল ফিল্মমেকিং প্রচার এবং ডিজিটাল যুগে সৃজনশীলতার উদযাপন করতে কাজ করছে। এখন তার ১১তম বছর পেরিয়ে, ফেস্টিভ্যালটি "নিউ জেনারেশন, নিউ টুলস, নিউ কমিউনিকেশন" স্লোগান নিয়ে সফলতার জন্য কাজ করছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের বিশেষ সভা অনুষ্ঠিত
জয়দেবপুরে মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
জীবিকা নির্বাহে এগিয়ে গারো পাহাড়ের কোচ নৃ-গোষ্ঠীর নারীরা
জুড়ীতে মাই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মানবতার অধিকার আদায়ে সুফি ওলামাদের ভূমিকা পালনের আহবান
ফরিদপুরের সালথায় লাগাতার কাইজ্জা বন্ধে শালিসি বৈঠক অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দেয়ার তাগিদ
হাকালুকি হাওরে ধান তোলায় ব্যস্ত কৃষক-কৃষাণী
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com