প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:০৬ PM
ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করেছেন আর্লিং হলান্ড। নতুন এই চুক্তি অনুযায়ী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে হলান্ড থাকবেন ২০৩৪ সাল পর্যন্ত।
মাঠে এবং মাঠের বাইরে লম্বা সময় ধরেই বাজে সময় কাটাচ্ছে ম্যানচেস্টার সিটি। টানা চারবার লিগ শিরোপা জেতা ক্লাবটি এবার শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে। তবে এরই মধ্যে দলের সেরা তারকার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগের চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত সিটিতে থাকার কথা ছিল হলান্ডের। তবে সাড়ে নয় বছরের নতুন চুক্তির ফলে ক্যারিয়ারের লম্বা সময় প্রিমিয়ার লিগের দলটিতেই থাকছেন হলান্ড।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০২২ সালে ম্যানসিটিতে যোগ দিয়েছিলেন হলান্ড। ক্লাবটির হয়ে ১২৬ ম্যাচে ১১১ গোল করেছেন নরওয়েজিয়ান এই তারকা। এবারের আসরে সিটির অবস্থান বেশ বাজে। এক ম্যাচ বেশি খেলেও লিভারপুলের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে দলটি। চলমান আসরে ক্লাবের হয়ে ২১ ম্যাচে ১৬ গোল করেছেন হলান্ড।
নতুন চুক্রি করে হলান্ড বলেন, ‘এখন আমি নিজেকে আরও বিকশিত করতে চাই, আরও ভালো করার জন্য কাজ চালিয়ে যেতে চাই এবং সামনে আরও সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে দলকে সহায়তা করতে চাই।’