প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:০৪ PM
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান মুজাহিদ। তিনি এর আগে সংগঠনটির সহসভাপতি ছিলেন। নতুন সেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ। আর পুনরায় সংগঠনটির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মুফতি মনসুর আহমদ সাকী। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের পঞ্চম জাতীয় যুব কনভেশনে কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। পরে তিনি নতুন দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান। সংগঠনের বিদায়ী সভাপতি মাওলানা নেছার উদ্দীনের সভাপতিত্বে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। যুব কনভেনশনে সারাদেশ থেকে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, পিআর সিস্টেমে (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে। আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব। আন্দোলন করে হলেও পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব।
চরমোনাইর পীর বলেন, মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন, বিদেশে বেগমপাড়া তৈরি করবেন, বাংলার ছাত্রজনতা দেখতে চায় না। এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্য যদি আবার রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দেব। সুন্দর দেশ গড়ার জন্য আবার জীবন দেব।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। আপনারা হলেন গণঅভ্যুত্থানের সরকার। আপনাদের কার্যক্রমগুলো অনেকাংশে প্রশ্নবিদ্ধ। আপনাদের দুর্বলতা কোথায়? বিএনপির উদ্দেশে চরমোনাই পীর বলেন, যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। পিআর নির্বাচন পছন্দ করছেন না। আমি বলব, এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা তো মনে করেন, আপনারা অনেক তাল গাছ হয়েছেন। আসলে আপনাদের পায়ের নিচে মাটি নেই। মাটি সরে গেছে। বাংলাদেশের মধ্যে আর চাঁদাবাজ, দখলকারী, খুনিদের দেখতে চাই না। পরিবর্তন করতে হবে। ভোটের পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে।