প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১:০০ PM
চুক্তির মেয়াদ এক বছরের বেশি সময় বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছেড়েছেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার এক মাস আগেই হঠাৎ এ ঘোষণা দেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত।
শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এই তথ্য নিশ্চিত করেছেন।
৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফীস, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বলে দিয়েছিলেন তিনি আর কাজ করবেন না। বলেছিলেন পারিবারিক সমস্যার কারণে চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারছেন না।’
গত রাতে ইনস্টাগ্রামে দেওয়া আবেগঘন এক পোস্টে বাংলাদেশকে বিদায়ের কথা জানালেন পোথাস। বাংলাদেশের ক্রিকেটের অনেক স্মরণীয় মুহূর্তের ছবি কোলাজ করে পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘যাই হোক, সব ভালো জিনিসের মতো এটারও শেষ হওয়া দরকার ছিল। বিসিবিতে থাকা অবস্থায় দারুণ কিছু মানুষের সঙ্গে সময় কাটিয়েছি। অনেক রেকর্ড ও ইতিহাস গড়েছি। দারুণ কিছু স্মৃতিও তৈরি হয়েছে।’ ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান পোথাস। সহকারী কোচ হলেও বাংলাদেশের ফিল্ডিং নিয়েই বেশি কাজ করতে হয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে আছেন ফিল সিমন্স। মোহাম্মদ সালাহউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। আন্দ্রে অ্যাডামস বোলিং কোচের দায়িত্বে আছেন।