প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৭:৫৪ PM
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে তারুণ্যের উৎসব, দুদক’র শপথ বাক্য পাঠ অনুষ্ঠান ও বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ।
বৃহস্পতিবার সকালে স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে তারুণ্যের এ উৎসব পালিত হয়। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা (ভূমি) কমিশনার মাহবুব রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুফিদুল আলম।