ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবীতে লক্ষ্মীপুরে রেস্তোরা ব্যবসায়ীদের মানববন্ধন
মো.আরিফ হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৭:৫৩ PM
বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের রেস্তোরা ও হোটেল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, লক্ষ্মীপুর’ ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন, ‘বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, লক্ষ্মীপুর শাখার সভাপতি জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক পারভেজ আলম, কোষাধ্যক্ষ স্বপন পোদ্দারসহ স্থানীয় রেস্তোরা মালিক সমিতির অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্মীপর জেলায় প্রায় ৫ শতাধিক রেস্তোরা রয়েছে। সরকার হোটেল রেস্তোর উপর ১৫% ভ্যাট ও ১০% এস.ডি নির্ধারণ করেছে। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে রয়েছে দেশের রেস্তোরা ব্যবসায়ীরা। বর্ধিত ভ্যাটের হার পূর্বের ন্যায় ৫% নামিয়ে আনার দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যথায় সারাদেশে অনিদিষ্ট কালের জন্য হোটেল ও রেস্তোরা বন্ধ করে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।