শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
 
শিরোনাম: ১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে       তরুণ প্রজন্মকে পড়ালেখায় আরও বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল       সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল: প্রেস সচিব       ‘শিক্ষার্থী নয়, মেডিকেলে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার’       দুর্নীতির মামলা: ইমরান খানের ১৪, বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড       ছুটির দিনে মানুষের ঢল, জমজমাট বাণিজ্য মেলা       গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিশ্চিত করল ইসরায়েল      


গাজীপুরে এক আ.লীগ ও যুবদল নেতার বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৭:৫০ PM

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, যুবদল নেতা এমদাদ শিকদার ও তার লোকজন দিয়ে মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জসিম দিপুকে মারধরের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মেহেদী হাসান, ভুক্তভোগী ছাত্রদল নেতা ও যুগ্ম-আহ্বায়ক জসিম দিপু, ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলাল মিয়াসহ কলেজ  শাখা ও ভাওয়ালগড় ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী ছাত্রদল নেতা জসিম উদ্দিন বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করে আসছি। বিগত ফ্যাসিস্ট পতিত আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে আমি ও আমাদের দল বিএনপি ঘোষিত যেকোনো কর্মসূচিতে রাজপথে ছিলাম এখনো আছি।

আওয়ামীলীগের স্থানীয় নেতা আমজাদ হোসেন ভবানীপুরে ইউনিম্যাক্স সহ কয়েকটি ফ্যাক্টরিতে ঝুট ব্যবসা করে আসছে বিগত আওয়ামীলীগের সময় থেকে। আ.লীগ নেতা আমজাদ হোসেন বিগত স্বৈরাচার সরকারের সময় বিএনপি নেতাদের নামের তালিকা নিয়মিত থানায় দিতেন এবং বিএনপি নেতাদের গ্রেফতারে থানা পুলিশকে সহযোগীতা করতেন। এমনকি ছাত্র জনতার জুলাই আন্দোলন চলাকালে ৩,৪ ও ৫ আগস্ট সকাল পর্যন্ত আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে লাঠিসোটা, ও দেশীয় অস্ত্র নিয়ে ভবানীপুরে অবস্থান নিয়েছিলেন। কিন্তু পরিতাপের বিষয় স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পরও আমজাদ নিয়মিত ঝুট ব্যবসা করে আসছিলো। সহযোদ্ধাদের নির্যাতন কারী, ছাত্রজনতার রক্ত মাখা আওয়ামীলীগের সহযোগী আমজাদকে ঝুট ব্যবসা না করার কথা বললে আমজাদ সামনে নিয়ে আসেন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এমদাদ শিকদার কে। এমদাদ শিকদার আওয়ামীলীগ নেতা আমজাদের সাথে পাটনারশীপে ঝুট ব্যবসা নিয়েই তার ছোট ভাই মাদক ব্যবসায়ী এনামুল সিকদার কে নিয়ে একটি সন্ত্রাসী সিন্ডিকেট নিয়ে আমাকে ডেকে নিয়ে মারধোর করেন। আহত অবস্থায় গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। 

এমদাদ শিকদার বার বার বলেন ঝুটের এই টাকার ভাগ আমাকে ইউনিয়ন যুবদল,উপজেলা যু্বদল, জেলা যুবদলকেও দিতে হয়। বিষয়টি লিখিত অভিযোগ করি যুবদলের কাছেও। কিন্তু ৯ জানুয়ারি আমার উপর হামলা হলেও এর কোন বিচার আমি পাইনি।  এমদাদ শিকদার ও তার ভাই মাদক ব্যবসায়ী এনামুল শিকদার কিছু মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের নিয়ে একটি সিন্ডিকেট করেছে। এরা যুবদলের নাম ব্যবহার করে মানুষের দোকানপাট,ঘর দখল সহ নানা অপকর্মে লিপ্ত। ৫ই আগস্টের পর যুবদলের নাম ব্যবহার করে এই সিন্ডিকেট দখল বাণিজ্যে নেমে পড়ে। যা যুবদল এমনকি দেশের গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনাম স্থানীয়ভাবে চরম ভাবে ক্ষুণ্ণ করছেন। আমজাদ, এমদাদ শিকদার ও তার ভাই এনামুল শিকদার আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।  বিষয়টি নিয়ে আমি জীবনের নিরাপত্তাহীনতা ও চরম আতঙ্কের মধ্যে দিন পার করছি।  এই বিষয়ে আমি জয়দেবপুর থানা,বিএনপি নেতৃবৃন্দ ও যুবদল নেতৃবৃন্দের কাছে আওয়ামীলীগ নেতা আমজাদ, আওয়ামীলীগকে পূনর্বাসনকারী যুবদল নেতা এমদাদ ও মাদক ব্যবসায়ী এনামুল শিকদার সহ তাদের সিন্ডিকেটের সকলের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এই বিষয়ে মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান,বিএনপি ও যুবদলের কাছে এমদাদ শিকদারের বহিষ্কার দাবি করেন। একই দাবি করেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলাল মিয়াও।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড : সরঞ্জামাদি ধ্বংস
সালথায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে পুলিশের মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিএফডিস এর এজিএম সম্পন্ন
ছুটিতে থাকা সেই রুবীর অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন!
জামাই মেলা: ঐতিহ্যের সঙ্গে আত্মীয়তার বন্ধন
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, তিন পুলিশসহ আহত ৪
ট্রেজারার ইফফাত জাহানের লুটপাটে সংকটে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com