প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৭:০৬ PM
কিশোরগঞ্জের কটিয়াদীতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভেকু মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ১৫ই জানুয়ারি বুধবার গোপন সূত্রের খবর পেয়ে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, ঘটনাস্থলে(আচমিতা) অভিযান পরিচালনা করে কাউকে না পেয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকো মেশিন জব্দ করেছেন। উক্ত অভিযানটি পরিচালনা করার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সহযোগিতা করেন,জেলার আচমিতা ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার এক দল পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তাড়ানা জানান, রাতের বেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ থাকায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আচমিতা থেকে একটি ভেকুমেশিন জব্দ করা হয়েছে।তিনি আরো জানান প্রয়োজনে এ ধরনের অভিযান আরো চলবে।