শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
 
শিরোনাম: ১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে       তরুণ প্রজন্মকে পড়ালেখায় আরও বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল       সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল: প্রেস সচিব       ‘শিক্ষার্থী নয়, মেডিকেলে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার’       দুর্নীতির মামলা: ইমরান খানের ১৪, বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড       ছুটির দিনে মানুষের ঢল, জমজমাট বাণিজ্য মেলা       গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিশ্চিত করল ইসরায়েল      


‘নীতি-নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করে না জামায়াত’
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১:৪২ PM

ক্ষমতায় যেতে না পারলেও জামায়াতে ইসলামী নীতি ও নৈতিকতার প্রশ্নে কোনো আপোস করে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে মাগুরার নোমানী ময়দানে এক কর্মীসভায় এমন মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, অতীতে জামায়াত ক্ষমতায় যেতে না পারলেও একটি সরকারের আমলে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে কেউ একটিও দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। তাই জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন।  শফিকুর রহমান বলেন, বিগত সরকারের আমলে যে পরিমাণ টাকা পাচার হয়েছে তার প্রত্যেকটির হিসাব জনগণ বুঝে নেবে। এসব টাকা ফেরত এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।

জেলা আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমির মো. আজিজুর রহমান, মাগুরা জেলা শাখার সাবেক আমির আব্দুল মতিন, জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস এবং কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মাওলানা বদরুউদ্দিন।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু'র সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য দেন- ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. আতাউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল গাফফার, জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, গণঅধিকারের সভাপতি বরকতুল্লাহ, অমুসলিম সংগঠনের জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকাস্থ মাগুরা ফোরামের পরিচালক ড. আলী আফজাল, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শ্রমিক নেতা আলমগীর হাসান রাজু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আজমতউল্লাহ, সাবেক ছাত্রনেতা মো. আনিচুর রহমান, শ্রমিক নেতা অধ্যাপক মাওলানা মো. মশিউর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাস প্রমুখ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড : সরঞ্জামাদি ধ্বংস
সালথায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে পুলিশের মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিএফডিস এর এজিএম সম্পন্ন
ছুটিতে থাকা সেই রুবীর অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন!
জামাই মেলা: ঐতিহ্যের সঙ্গে আত্মীয়তার বন্ধন
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, তিন পুলিশসহ আহত ৪
ট্রেজারার ইফফাত জাহানের লুটপাটে সংকটে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com