প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১২:৩৩ PM
গুরুতর আহত হয়ে হাসপাতালে বলিউড তারকা সাইফ আলী খান। বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করা হয়েছে তাকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত বিপদমুক্ত সাইফ আলী খান। এবার হাসপাতাল থেকে দিলেন বার্তা।
সাইফ অনুরাগীদের অনুরোধ করছেন, এই সময়ে সকলকে ধৈর্য ধরে রাখতে। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত করছে, হাসপাতাল থেকে পরবর্তী সব আপডেট জানানো হবে।
এদিকে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।”
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী। ৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয় সাইফের বাহুতে।
এদিকে বান্দ্রায় সাইফ প্রতিবেশী অভিনেত্রী পূজা ভাট রীতিমতো উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখলেন, 'বান্দ্রায় আরও পুলিশ বাড়ানো হোক। আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।'