প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:২৬ PM
১৫ লাখ টাকার ছাগল কিনা কে কেন্দ্র করে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা (এনবিআর) মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৫জানুয়ারী) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (ডিসি–মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান। লায়লা কানিজ লাকি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। এই দম্পতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ একাধিক মামলা রয়েছে। ৬ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, তাঁদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন( দুদক)।উল্লেখ্য, গত বছর কোরবানি ঈদে ১৫ লাখ টাকায় বিদেশি প্রজাতের’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় রাজস্ব কর্মকতা মতিউরের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এর পর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। ওই ছাগল কাণ্ডের জেরেই আলোচনায় আসেন ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।