প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:২৯ PM
লম্বা সময় ধরে সাদা বলের ক্রিকেটে রান খরায় ভুগছেন লিটন দাস। সবশেষ ৫ ওয়ানডের ৩টিতে রানের খাতা খুলতে পারেননি। শেষ ৭ ওয়ানডে ইনিংসেও যেতে পারেননি দুই অঙ্কে। সবশেষ ওয়ানডে হাফসেঞ্চুরি করেছেন ২০২৩ বিশ্বকাপে; সেঞ্চুরিও পেয়েছেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে। বিপিএলেও শুরুর দিকের ম্যাচগুলোতে প্রত্যাশা মেটাতে পারছিলেন না। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি তাঁর।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পাওয়া লিটনের জন্য ভালো হয়েছে বলেই মনে করেন ড্যানি মরিসন। বিপিএলের এই ধারাভাষ্যকার বলেন, ‘লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছে। সম্ভবত তা মানসিকভাবে উপকারই করেছে তাকে। ‘আমার এখনও দাম আছে, আমি এখনও অনেক কিছু করে দেখাতে পারি, সেটা তোমাকে দেখাচ্ছি দাঁড়াও’ এমন কিছু তার মনে আছে, দেখে তাই মনে হয়েছে।’
তবে লিটনের মতো ক্রিকেটারের দেশের হয়ে খেলা গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন তিনি। মরিসন বলেন, ‘আপনি সবসময়ই আপনার দেশের হয়ে খেলতে চাইবেন। যদিও এটা এখন একটু অন্যরকম হয়ে গেছে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে। তবে লিটনের মতো কারো দেশের হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘আপনি সারা জীবন খেলতে পারবেন না, এই অল্প সময়ের মধ্যে আপনাকে সারা জীবন গর্ব করার মতো কিছু অর্জন করতে হবে। আমি মনে করি এটাই রোববার রাতে তাকে অনুপ্রাণিত করেছে। এমন কন্ডিশন পেয়েছে যা তার খেলাটার সঙ্গে যায়।’