শনিবার ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
 
শিরোনাম: ১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে       তরুণ প্রজন্মকে পড়ালেখায় আরও বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল       সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল: প্রেস সচিব       ‘শিক্ষার্থী নয়, মেডিকেলে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার’       দুর্নীতির মামলা: ইমরান খানের ১৪, বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড       ছুটির দিনে মানুষের ঢল, জমজমাট বাণিজ্য মেলা       গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিশ্চিত করল ইসরায়েল      


পরিবেশ বিষয়ক বর্ষসেরা ফটোগ্রাফার পুরস্কার পেলেন বিশিষ্ট আলোকচিত্রী ও সাংবাদিক মনি
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৭:২৮ PM

বিশিষ্ট আলোকচিত্রী, সাংবাদিক, কবি, লেখক ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনি পরিবেশ বিষয়ক ২০২৪ সালের বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেয়েছেন। সেই সাথে বর্তমান সংকটময় বৈশ্বিক পরিস্থিতিতে বিশেষ করে বাংলাদেশে প্রকৃতি মাতার সবচেয়ে অবিশ্বাস্য এবং হুমকির সম্মুখীন স্থান এবং প্রজাতি রক্ষায় উদার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে (মনি) সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

সোমবার ঢাকার ধানমন্ডিতে নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশ (এন.এস.এস.বি) এর উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া মুগনিউর রহমান মনি’র হাতে পুরস্কারের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার ডিরেক্টর ক্যাপ্টেন কাওছার মোস্তফা, সেক্রেটারী জেনারেল সোহান সাইয়্যিদ, ডোনার মেম্বার সালমান বিন সুলতান, লাইফ মেম্বার ডা. মো. নিহাল রহমান, সাংবাদিক ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কে. এম. এ. হাসনাত, তিমু হোসেন প্রমুখ।
মুগনিউর রহমান মনি শেরপুর বার্ড ক্লাব, সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নেচার্ এন্ড এন্ভাইরন্মেন্ট্ (শাইন্) সহ বিভিন্ন প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ এবং প্রকৃতি সুরক্ষায় আড়াই যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন। নেচার এবং ওয়াইল্ড লাইফের প্রেমে পড়ে এসবের ছবি তুলছেন সেই ১৯৮৮ সাল থেকে এবং এর উপর পাঠ নিচ্ছেন প্রতিনিয়ত। তিনি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাথে জড়িত থেকে বন্যপ্রাণী, পাখি, প্রকৃতি এবং পরিবেশ রক্ষা, উন্নয়ন ও গবেষণা কাজ করে চলেছেন। মনি শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ—সভাপতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন।

মুগনিউর রহমান মনি সাংবাদিকদের বলেন, সম্মাননা বা পুরস্কার প্রাপ্তি সবার জন্যই আনন্দের। এ প্রাপ্তিতে বন্যপ্রাণী, পাখি, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার কাজে আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। সবার সহযোগিতায় সাধ্যমতো এর ধারাবাহিকতা রক্ষার কাজটি করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।  নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ (এন.এস.এস.বি) এর চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া বলেন, নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশ (এন.এস.এস.বি)  ১৯৯৬ সালের ৩০ আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গবেষণা, তথ্য সংগ্রহ, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রকৃতিতে গাছ, ফুল, পাখির অবদানসহ গাছ চেনানো, ফটোগ্রাফি কর্মশালা, ‘নেচার স্টাডি ডাইজেস্ট’সহ বিষয় ভিত্তিক বিভিন্ন প্রকাশনা, বার্ষিক সেমিনার, পুরস্কার প্রদানসহ এন.এস.এস.বি নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তিনি আরও বলেন, বিশিষ্ট আলোকচিত্রী, সাংবাদিক, কবি, লেখক ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনিকে ২০২৪ এ আমরা পরিবেশ বিষয়ক বর্ষসেরা ফটোগ্রাফার হিসেবে পুরস্কৃত করলাম। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫ মাসের দুঃসহ স্মৃতি শেষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন গাজাবাসীর সামনে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড : সরঞ্জামাদি ধ্বংস
সালথায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে পুলিশের মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিএফডিস এর এজিএম সম্পন্ন
ছুটিতে থাকা সেই রুবীর অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন!
জামাই মেলা: ঐতিহ্যের সঙ্গে আত্মীয়তার বন্ধন
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, তিন পুলিশসহ আহত ৪
ট্রেজারার ইফফাত জাহানের লুটপাটে সংকটে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com