প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৬:১১ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম কিংস। সিলেট পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে জিততে পারেনি সিলেট। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৩ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৭৩ রান করেছে সিলেট। সিলেটকে ৩০ রানে হারিয়ে টানা তৃতীয় জয় নিশ্চিত করেছে চট্টগ্রাম।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় সিলেট। ইনিংসের ২য় বলেই আউট হন পল স্টার্লিং। আরেক ওপেনার রনি তালুকদারও দলের হাল ধরতে পারেননি। তিনি সাজঘরে ফিরেন ৯ বলে ৭ রান করে। রনি ফেরার আগেই অবশ্য আরও ১ উইকেট হারায় সিলেট। দলীয় ৩৬ রানে আউট হন জাকির হাসান। ১৯ বলে ২৫ রান করে জাকির ফেরার পর আউট হন রনি। এরপর দলের হাল ধরেছিলেন জর্জ মুন্সি ও জাকের আলী। এ দুজন মিলে গড়েছিলেন ২৮ বলে ৬২ রানের জুটি। ৩৮৭ বলে ৫২ রান করেন জর্জ মুন্সি, তিনি আউট হন খালেদ আহমেদের বলে উসমান খানের মুঠবন্দী হয়ে। জাকের আলী খেলেন ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস।
জাকের শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও ম্যাচটি জিততে পারেনি সিলেট। ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান করলে ৩০ রানে হারেন আরিফুল হকরা। এর আগে ব্যাত করতে নেমে ২০৩ রানের বড় সংগ্রহ গড়ে চট্টগ্রাম। ওপেনিংয়ে ঝড় তুলেছিলেন উসমান খান। তিনি করেন ৩৫ বলে ৫৩ রান। এছাড়া ৩৩ বলে ৬০ রান করেন গ্রাহাম ক্লার্ক। এছাড়া হায়দার আলী শেষদিকে ১৮ বলে ৪২ রানের ক্যামিও ইনিংস খেললে ২০৩ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম।