বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর ২০২৫ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেইল-এর হেড অব নিউজ হারুন জামিল এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ পোস্ট-এর চিফ রিপোর্টার শওকত আলী খান লিথো।
শনিবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এবং সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মো. এমদাদুল হক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন নীলুফার ইয়াসমিন ও মো. শোয়াইব।
নির্বাচিত নেতৃবৃন্দ ও দায়িত্বপ্রাপ্তরা হলেন:
* সহ-সভাপতি পদে: ফয়েজ উল্লাহ ভূইয়া (ডিবিসি নিউজ)।
* যুগ্ম সম্পাদক পদে: মিজানুর রহমান (যায় যায় দিন)।
* কোষাধ্যক্ষ পদে: শাহজাহান মোল্লা (আমাদের সময়)।
* দপ্তর সম্পাদক পদে: নাজমুল ইসলাম তানিম আহমেদ (আজকের পত্রিকা)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিতরা
* জাহাঙ্গীর কিরণ (মানবকণ্ঠ)।
* রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো)।
* মশিউর রহমান (বাংলা গেজেট ডট নেট)।
* মনিরুল ইসলাম (আমাদের নতুন সময়)।
* হাবিবুর রহমান পঞ্চায়েত (ইনকিলাব)।
নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপিজেএ সদস্যরা ব্যাপক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ প্রক্রিয়া সকাল থেকে শুরু হয়ে শেষ হয় দুপুরে। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সংগঠনের উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় আমাদের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবো।”
নির্বাচন-পরবর্তী এক আলোচনায় উপস্থিত সাংবাদিকরা নতুন কমিটির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা করেন।
নতুন কমিটি সদস্যদের সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেছে। তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং অধিকার সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করেছে।
বিপিজেএ’র ২০২৫ সালের এই নির্বাচন নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।