প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৮:২৫ PM
রাজধানী উত্তরা মডেল টাউনের ৭ নং সেক্টরে অবস্থিত বিএনএস সেন্টারের চতুর্থ তলায় ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে ‘উত্তরা কেইন ফার্নিচার’-এর শোরুমের উদ্বোধন হয়েছে। ‘উত্তরা কেইন ফার্নিচার’ একটি অত্যাধুনিক ফার্নিচার ও হোম আইটেমের শোরুম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিল্পপতি, বিএনএস গ্রুপের চেয়ারম্যান ও সংবাদ প্রতিদিনের প্রকাশক জনাব এম. এন. এইচ. বুলু। অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বিএনএস সেন্টারে ব্যবসায়ী ও উত্তরা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ও বরেণ্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার আমন্ত্রিত অতিথি। ‘উত্তরা কেইন ফার্নিচার’-এর শোরুম উদ্বোধন শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এম. এন. এইচ. বুলু বলেন- আমার প্রতিষ্ঠিত বিএনএস সেন্টারে এখন অনেক ফার্নিচার শোরুম হয়েছে। এতে করে উত্তরাবাসী অত্যন্ত মনোরম পরিবেশে সহজেই এক জায়গায় থেকে তাদের পছন্দের ফার্নিচার ক্রয় করতে পারবেন। ‘উত্তরা কেইন ফার্নিচার’ একটি অত্যাধুনিক ফার্নিচার ও হোম আইটেমের শোরুম যা গ্রাহকদের চাহিদা পূরণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
উত্তরা কেইন ফার্নিচার-এর মালিক আলহাজ আনোয়ার হোসেন জানান- শোরুমটি ফার্নিচার এবং হোম আইটেমের বিস্তৃত সংগ্রহে পূর্ণ, যা গ্রাহকদের উচ্চমানের সেবা প্রদান করবে। ‘উত্তরা কেইন ফার্নিচার’ আধুনিক ডিজাইন এবং গুণগত মানের জন্য ফার্নিচার ক্রেতাদের নিকট অত্যন্ত সমাদৃত হবে। ক্রেতাসাধারণের পছন্দের বিষয় বিবেচনায় নিয়ে ‘উত্তরা কেইন ফার্নিচার’ ক্রমাগত নতুন নতুন ডিজাইনের ফার্নিচার বাজারে নিয়ে আনবো এবং গুণগত মানের এই ফার্নিচারের বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করবো ইনশাআল্লাহ।