প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:২৯ PM
তরুণ প্রতিভাবান সাংবাদিক, লেখক ও সমাজকর্মী শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বইটি প্রকাশিত হতে যাচ্ছে ২০২৫ সনের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ। সাংবাদিকতা বিষয়ক বইটির প্রচ্ছদ এঁকেছেন শাহাদাত শিবলী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৪৫০ টাকা।
বইটি শিক্ষানবিশ সাংবাদিকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা রাখবে বলে জানান লেখক শরীফ প্রধান। প্রকাশক জানান, বইটি অর্ডার করতে পারবেন রকমারি, বইফেরী, বাতিঘর, প্রথমা, বই বাজার, বিডি বুকস, ই-বইঘর, পাঠক পয়েন্ট, বইয়ের দুনিয়া, বইসদাই, বই প্রহরসহ যে কোনো অনলাইন বুকশপে।
শরীফ প্রধান বর্তমানে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হিসেবে কাজ করছেন। তার প্রথম বইটি হলো ‘পজিটিভ দাউদকান্দি’। এ ছাড়া তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে জড়িত। এলাকার মানুষজন যেন সহজে বই পাঠ করে জ্ঞান অর্জন করতে পারেন, সেই লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার’। শত শত জ্ঞান পিপাসু প্রতিদিন এ পাঠাগারে নিয়মিত বই ও পত্র-পত্রিকা পাঠ করছেন।