প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৫:৪৮ PM
দুই ঘণ্টা অবরোধ শেষে রাজধানীর শাহবাগ এলাকা ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। এতে পুনরায় যান চলাচল শুরু হয়েছে। তবে পিলখানা বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের বিষয়ে ব্যবস্থা নিতে ২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে সময় বেঁধে দিয়ে শাহবাগের রাস্তা ছেড়ে আবারো শহীদ মিনারে ফিরে গিয়েছেন তারা। এ সময় তাদের পক্ষ থেকে বলা হয়, আগামী দুই ঘণ্টার মধ্যে সরকার পক্ষ থেকে আমাদের সমস্যা সমাধানে আশানুরূপ ঘোষণা না আসলে এবার কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার জানান, শাহবাগ থেকে ফিরে গেলেও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। দুই ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা না এলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। এর আগে দুপুর দেড়টার দিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও পুনঃতদন্তসহ তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ‘ব্লকেড’ করেন। তারা শাহবাগ ব্লকেড করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিটে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে দেড়টার দিকে তারা শাহবাগে যাত্রা করে। সেখানে পুলিশের বাধা অতিক্রম করে তারা শাহবাগে অবস্থান নেন। এ সময় দাঙ্গা পুলিশের সদস্যদের শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এদিকে বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে জানিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবার। তাই সব কারাবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলেরও দাবি তুলেছেন তারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন তারা।
বক্তারা বলেন, কেরানীগঞ্জ কোর্ট বসার কথা ছিল, পরে শুনেছি আলিয়া মাদ্রাসার মাঠে বসবে। কিন্তু আজকে এখন পর্যন্ত কোথায়ও কোর্ট বসেনি। আইনজীবীদেরও কিছু জানানো হয়নি। যাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে বক্তারা বলেন, দেশবিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দিদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের সঙ্গে সংহতি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। তিনি বলেন, শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।