প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৭:১৮ PM
প্রবাস জীবনে কর্ম ব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর শরীরের জন্য খেলাধুলার বিকল্প নেই। এই লক্ষ্যে আগামী ১০ই জানুয়ারি মালদ্বীপে ইন্ডিয়ান কমিউনিটি উদ্যোগ ইংরেজি নতুন বছর উপলক্ষে ফোনগাল ফুটসাল টুনামেন্ট আয়োজন করেছেন। এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, পাকিস্তান সহ পাঁচটি দেশের প্রবাসীদের ১৬ টি ফুটবল টিম অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষ্যে শনিবার (৪ জানুয়ারি) মালদ্বীপের জাতীয় একুভেনী ক্রিকেট ও ফুটবল প্রেকটিস মাঠের অফিস কক্ষে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল দল (বিএফটি) জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী, বিএফটি দলের প্রতিষ্ঠাতা কর্ণধার সোহাগ আহমেদ রবিণ, টিম ম্যানেজার আফরানুল হক আশিক, দলীয় কোচ মোহাম্মদ সাগর, বি এফ টি দলের অধিনায়ক মোহাম্মদ পারভেজ।
এই ধরনের আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে ভিনদেশীয়দের কাছে দেশের মর্যাদার গুরুত্ব বৃদ্ধিতে ত্বরান্বিত হবে। একই সাথে বিএফটি দলের প্রতিষ্ঠাতা কর্ণধার সোহাগ আহমেদ রবিণ এর প্রত্যাশা আন্তর্জাতিক এই প্রীতি টুর্নামেন্টে বিএফটি ফুটবল দল শিরোপা জয় করে দেশের সুনাম বয়ে আনবে। টিম ম্যানেজার আফরানুল হক আশিক বলেন, দেশটিতে অবস্থিত বাংলাদেশী প্রবাসীদের প্রত্যাশা প্রতিবছর এই ধরনের খেলাধুলা আয়োজন অব্যাহত রাখার