প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৮:২২ PM
এবার বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) নিজের সালতামামি নিয়েই যেন হাজির হলেন বিনোদন সাংবাদিক, সংগঠক ও চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার! পাঠক,শ্রোতা, দর্শক-অনুরাগীদের নতুন বছরের (২০২৫) শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি বছর শেষ হতে চলল। বরাবরের মতো এবারও আমার সম্পাদিত বিনোদনধারা, বিনোদন জগত,গোয়েন্দা রিপোর্ট, চৌদ্দগ্রাম সংবাদ পত্রিকাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ যোগ করে তিনি আরও বলেন, ‘পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে মজুমদার ফিল্মিস এর ভালোবাসি তোমায় সিনেমাটি দেখবেন, এই সিনেমার গল্প লেখা হয়েছে সকল ক্লাসমিট বন্ধুদের নিয়ে।আপনাদের হাসি, কান্না, আবেগ-অনূভুতি এবং ভালোলাগার মুহূর্তগুলো আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’ গান পাগল মানুষদের অজস্র ভালোবাসায় আমরা মুগ্ধ "এম এস স্টুডিও আপনাদের মন জয় করতে পারায় আমরা আনন্দিত। সবশেষে নতুন বছরেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় আবুল হোসেন মজুমদারের এবারের আকর্ষন হলো গান পাগল বন্ধুদের জন্য "মজুমদার মিউজিক স্টেশন "শীঘ্রই শুভ উদ্বোধন।